পতিরামে নাইট পেট্রোলিংয়ে সিভিক ভলেন্টিয়ারকে নৃশংস মারধর , অভিযুক্তকে ১০ দিনের জেল হেফাজত আদালতের

0
57

পতিরামে নাইট পেট্রোলিংয়ে সিভিক ভলেন্টিয়ারকে নৃশংস মারধর , অভিযুক্তকে ১০ দিনের জেল হেফাজত আদালতের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২২ ডিসেম্বর —— দক্ষিণ দিনাজপুরের পতিরাম থানার কদমতলী এলাকায় শনিবার গভীর রাতে ঘটে গেল এক নৃশংস ঘটনা। দায়িত্ব পালনকালে সিভিক ভলেন্টিয়ার হাবিবুর মন্ডলকে বেধড়ক মারধর করে এক দুষ্কৃতী। গুরুতর আহত হাবিবুর বর্তমানে চিকিৎসাধীন।

ঘটনার সূত্রপাত পতিরাম কদমতলি এলাকায় টোল গেটের সামনে। অচৈতন্য অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তিকে সাহায্য করতে গেলে অভিযুক্ত অমিত মন্ডল এবং তার সঙ্গীরা হাবিবুর নামে ওই সিভিক ভলেন্টিয়ারের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রথমে তাকে লাঠি ও ঘুষি দিয়ে আঘাত করা হয়, পরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়।

পুলিশ দ্রুত তৎপর হয়ে অভিযুক্ত অমিত মন্ডলকে গ্রেপ্তার করে। রবিবার তাকে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে পেশ করা হলে বিচারক ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

সরকারি আইনজীবী অলিপ বসাক জানিয়েছেন, বিচারক ৩১ তারিখ পর্যন্ত অভিযুক্ত অমিত মন্ডল কে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

এই ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দাবি তুলেছেন, নাইট পেট্রোলিংয়ের সময় আরও নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হোক। আহত সিভিক ভলেন্টিয়ারের সাহসিকতায় সবাই গর্বিত হলেও এমন অমানবিক ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ জরুরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here