বালুরঘাট সুপার স্পেশালিটিতে মৌমাছির কামড়ে আতঙ্ক, তিনজন গুরুতর আহত
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৭ জানুয়ারী —— চিকিৎসা নিতে এসে বিপদে পড়লেন তিনজন রোগী। শুক্রবার বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের দশতলা ভবনের ছয় তলার জানালার কোনে থাকা একটি মৌচাক থেকে হঠাৎ মৌমাছির ঝাঁক বেরিয়ে এসে তিনজন চিকিৎসা করাতে আসা রোগীকে কামড়ে দেয়। মুহূর্তের মধ্যে পুরো হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যা দীর্ঘক্ষণ ধরে মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি করে। হাসপাতালের কর্মীরা তৎক্ষণাৎ আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে তিনজনই বর্তমানে চিকিৎসাধীন এবং তাদের অবস্থা স্থিতিশীল।
এই ঘটনা যথেষ্ট অস্বাভাবিক এবং আতঙ্কজনক ছিল। জানা গেছে, হাসপাতালের ওই অংশে দীর্ঘদিন ধরে মৌচাকটি ছিল, তবে ওই জায়গায় পৌঁছানো সম্ভব হয়নি। শুক্রবার, সেই মৌচাক থেকে হঠাৎ মৌমাছির ঝাঁক বেরিয়ে এসে হাসপাতালের রোগীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। কিছুক্ষণের মধ্যে তিনজন রোগী মৌমাছির কামড়ে আহত হন, তবে হাসপাতালে কর্মীরা দ্রুত তাদের চিকিৎসা শুরু করেন।
দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালের সুপার ডা: কৃষ্ণেন্দু বিকাশ বাগ জানিয়েছেন, “আহতদের চিকিৎসা চলছে, তবে তাদের অবস্থা এখন স্থিতিশীল। মৌচাকটি সরানোর জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর আগেও হাসপাতালের ভবনে মৌচাক ছিল, কিন্তু এইবার এটি এমন জায়গায় অবস্থিত যে তা ভাঙা খুবই কঠিন। তবুও আমরা দ্রুততার সঙ্গে মৌচাকটি সরানোর ব্যবস্থা করছি।”
এটি একমাত্র ঘটনা নয়; এর আগেও হাসপাতালের ভবনে মৌচাক ছিল, কিন্তু এবারের আক্রমণটি ছিল অপ্রত্যাশিত। কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে এই ধরনের বিপদ এড়াতে এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত সতর্কতা নেওয়া হবে।