মাধ্যমিকে মেধাতালিকায় রাজ্যে ষষ্ঠ স্থানাধিকারী সুনৃত সিংহকে সম্বর্ধনা জ্ঞাপন

0
575

উত্তর দিনাজপুর:–মাধ্যমিকে মেধাতালিকায় রাজ্যে ষষ্ঠ স্থানাধিকারী রায়গঞ্জের ছাত্র সুনৃত সিংহকে তাঁর বাড়িতে গিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করলেন রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি। মন্ত্রীর সাথে ওই কৃতী ছাত্রকে সম্বর্ধনা দিতে যান উত্তর দিনাজপুর জেলাপরিষদের সভাধিপতি কবিতা বর্মন, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, জেলাপরিষদের কর্মাধ্যক্ষ পূর্নেন্দু দে, উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ। মন্ত্রী গোলাম রব্বানি জানালেন রায়গঞ্জের ছাত্র সুনৃত সিংহ মাধ্যমিকে রাজ্যে মেধাতালিকায় স্থান করে আমাদের জেলার শিক্ষার মান বৃদ্ধি করেছে। আমরা সুনৃতের জন্য গর্বিত।

রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র শহরের বীরনগরের বাসিন্দা স্কুল শিক্ষক শুভদীপ সিংহের ছেলে সুনৃত সিংহ এবারের মাধ্যমিকে রাজ্যের মেধাতালিকায় ৬৮৭ নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে আজ কৃতী ছাত্র সুনৃত সিংহের বাড়িতে গিয়ে তাঁকে সম্বর্ধনা জ্ঞাপন করলেন রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি। সম্বর্ধনা দিতে এসে মন্ত্রী গোলাম রব্বানি জানালেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে এলাকায় কৃতী ছাত্রদের সম্বর্ধনা জ্ঞাপন করছি। সুনৃত রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করে আমাদের জেলার গর্ব সৃষ্টি করেছে। তাঁর ভবিষ্যৎ জীবন আরও উজ্জ্বল ও প্রতিভাবান হোক এই কামনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here