বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের কৃত্রিম অঙ্গ সংযোজন এবং হুইলচেয়ার, ক্রাচ, হিয়ারিং এইডস, ওয়াকার, ট্রাই সাইকেল বিতরণ শিবির অনুষ্টিত হলো
গঙ্গারামপুর ২৩ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর।বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের কৃত্রিম অঙ্গ সংযোজন এবং হুইলচেয়ার, ক্রাচ, হিয়ারিং এইডস, ওয়াকার, ট্রাই সাইকেল বিতরণ শিবির অনুষ্টিত হলো বুনিয়াদপুর শহরে।
দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি (জয়পুর)- এর সহযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের কৃত্রিম অঙ্গ সংযোজন এবং হুইলচেয়ার, ক্রাচ, হিয়ারিং এইডস, ওয়াকার, ট্রাই সাইকেল বিতরণ শিবির অনুষ্টিত হলো বুনিয়াদপুর শহরের রিটেল মার্কেটে। এদিন হরিরামপুর ব্লকের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের কৃত্রিম অঙ্গ সংযোজন এবং হুইলচেয়ার, ক্রাচ, হিয়ারিং এইডস, ওয়াকার, ট্রাই সাইকেল বিতরণ করা হলো অনুষ্ঠানের মধ্য দিয়ে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতির কর্যকর্তা সুমিত প্রজাপতি, গঙ্গারামপুর মহকুমা শাসক অভিষেক শুক্লা, বংশীহারী ব্লকের বিডিও পুজা মিনা, বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ সহ অন্যান্য আধিকারিকরা ও বিকলাঙ্গ মানুষযেনরা। এদিনের এই অনুষ্ঠানে আসা অতিথিদের পুষ্পস্তবক ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। বরণ পর্ব সেরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। ভাষণ পর্ব শেষে মন্ত্রীর হাত দিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ সংযোজন এবং হুইলচেয়ার, ক্রাচ, হিয়ারিং এইডস, ওয়াকার, ট্রাই সাইকেল বিতরণ করা হয়।
এবিষয়ে রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন ,”আমরা বুনিয়াদপুর শহরের রিটেল মার্কেটে উপস্থিত হয়েছি। জেলা প্রশাসনের উদ্যোগে ও ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতির সহযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ সংযোজন এবং হুইলচেয়ার, ক্রাচ, হিয়ারিং এইডস, ওয়াকার, ট্রাই সাইকেল বিতরণ করা হলো। আমরা চাই বিকলাঙ্গ মানুষরা পিছনে পিছিয়ে না থাকে সে কারণে বিভিন্ন রকম সামগ্রী আমরা নিজে থেকে তাদের হাতে তুলে দিলাম। গঙ্গারামপুরে মহকুমা শাসক অভিষেক শুক্লা ও বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান কমল সরকারের জানিয়েছেন,” মানুষজনদের পাশে দাঁড়িয়ে আমরা এমন কাজ করে যাব”। বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ জানিয়েছেন,”এমন সহযোগিতা পাবার ফলে উপকৃত হবেন অনেকেই। উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই।