রাস্তার কাজে জিনিস সরবরাহকে কেন্দ্র করে তপনের লক্ষ্মীপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ

0
194

রাস্তার কাজে জিনিস সরবরাহকে কেন্দ্র করে তপনের লক্ষ্মীপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত কয়েকজন , “অভিযোগ পাল্টা অভিযোগ” তদন্তে পুলিশ

শীতল চক্রবর্তী বালুরঘাট ৬ জানুয়ারি ।রাস্তার কাজের বরাদ্দের জিনিসপত্র সরবরাহকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার রামপাড়া চাঁচড়া গ্রাম পঞ্চায়েতের লক্ষীপুর এলাকায়।ঘটনায় গৌতমপন্থী তৃণমূল কংগ্রেস কর্মীর দুটি বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে প্রশান্ত মিত্রের গোষ্ঠীর আনসার আলী লোকজনদের বিরুদ্ধে।তৃণমূলের উভায় গোষ্ঠীর সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয় বলে খবর।পুলিশ গৌতমপন্থী ও প্রশান্ত মিত্র ঘনিষ্ঠ আনসার আলীর লোকজন সহ মোট পাঁচজনকে আটক করে থানায় নিয়ে গেছে। কয়েকদিন আগেই রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূলের অভিভাবক বিপ্লব মিত্রের প্রচেষ্টায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ১কোটি ৩২লক্ষ টাকার বরাদ্দে তপন ব্লকের রামপাড়া চাঁচড়া গ্রাম পঞ্চায়েতের লক্ষীপুর এলাকার জিতেন চক্রবর্তীর বাড়ি থেকে আলতা বালির বাড়ি পর্যন্ত দুই কিলোমিটার পাকা রাস্তার সূচনা হয় ।কাজের বরাদ্দ পান রায়গঞ্জে ঠিকাদার বিপ্লব দত্ত।মন্ত্রী বিপ্লব মিত্রের শিলান্যাস অনুষ্ঠানের পরেই কাজও শুরু করেন ঠিকাদারের মাধ্যমে। লক্ষ্মীপুর এলাকার যে রাস্তাটি তৈরি করার জন্য ২ কিলোমিটার রাস্তার মধ্যে দুটি গ্রাম সংসদ এলাকা পড়ছে।রামপাড়া গ্রাম পঞ্চায়েতের ১৮ও ১৯নম্বর গ্রাম সংসদ এলাকা দুটি। জানা গেছে, ১৮নম্বর গ্রাম সংসদ এলাকার তৃণমূলের সদস্য রয়েছে মর্জেন আলী যিনি প্রশান্ত মিত্র ঘনিষ্ঠ এলাকার তৃণমূল নেতা আনসার আলীর লোক বলেই পরিচিত। অন্যদিকে ১৯নম্বর গ্রাম সংসদের তৃণমূলের সদস্য গঙ্গারামপুরের প্রাপ্তন বিধায়ক তথা রাজ্য তৃনমূলের সাধারন সম্পাদক গৌতম দাস ঘনিষ্ঠ অর্জর্থা বিবি বলেই খবর। প্রথমে গৌতম দাস ঘনিষ্ঠ অর্জর্থা বিবি ১৯নম্বর গ্রাম সংসদের সদস্যের লোকজন রাস্তার কাজের জিনিসপত্র সরবরাহ করেন ঠিকাদারকে বলে আনসার আলী দাবি করেন। আনসার আনসার আলীর দাবি,বৃহস্পতিবার ছিল ১৮নম্বর গ্রাম সংসদ এলাকার তৃণমূলের সদস্য মর্জেন আলীর লোকজন ওই রাস্তার জন্য কাজের জিনিসপত্র ঠিকাদারকে সরবরাহ করার দিন। অভিযোগ,রাস্তার কাজের জিনিসপত্র সরবরাহ করার জন্য ১৯নম্বর গ্রাম সংসদের সদস্য অর্জর্থা ও তার স্বামীর লোকজন সেখানে গিয়ে সমস্ত মালপত্র তারাই একাই সরবরাহ করবে বলে ঝামেলা শুরু করে। আনসার আলীর দাবি,১৮নম্বর গ্রাম সংসদের তৃণমূলের সদস্য মরজেন আলীকে প্রথমে ধাক্কাধাক্কি করে গৌতম পন্থী লোকজনেরা।তাকেও মারধর করা হয়। ঘটনার জেরে উভয় কয়েকজন আহত হয় বলে খবর।তার মধ্যে প্রশান্ত মিত্র ঘনিষ্ঠ আনসার আলীর লোক আব্দুল মাজিদ হেমরুল হক ও গৌতমপন্থী তওযাব আলী,আফজাল আলী সহ আরো বেশি কয়েকজন আহত হয়েছে বলে খবর। উভয়পক্ষের আহত তৃণমূল কংগ্রেস কর্মীদের তপন ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি বলে খবর। অভিযোগ,প্রশান্ত মিত্রের পন্থি এলাকার তৃণমূল নেতা আনসার আলীর লোকজন গৌতম পন্থী পঞ্চায়েত সদস্যের লোক তৈওয়াব আলী ও সহরব আলীর বাড়ি পুরনো রাগে ভাঙচুর করে বলে অভিযোগ। এবিষয়ে প্রশান্ত মিত্রপন্থী এলাকার তৃণমূল নেতা আনসার আলী অভিযোগ করে বলেন, কাজের জিনিস দেবার ঘটনাকে কেন্দ্র করে আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য ও কয়েকজন কর্মী সমর্থকদের মারধর করেছে ওরা।আহত হয়েছে বেশ কয়েকজন,পুলিশ উভয় পক্ষের পাঁচজনকে আটক করে থানায় নিয়ে গেছে। এদিকে গঙ্গারামপুরে প্রাক্তন বিধায়ক তথা রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক গৌতম দাস পাল্টা অভিযোগ করে বলেন, ভোটের সময় যারা বিজেপি সিপিএমকে সঙ্গে নিয়ে ভোট করালো তারা সুযোগ বুঝে তৃণমূল কংগ্রেসরে সক্রিয় দলীয় কর্মী সমর্থকদের সুযোগ বুঝে মারধর করল। আমাদের দলের দুই কর্মীর বাড়িঘর ভাঙচুর করেছে ওরা।মারধর করা হয়েছে,সেখানে আমাদের দলের কর্মীও আহত হয়েছেন।পুলিশ কয়েকজনকে আটক করেছে। তপন থানার পুলিশ জানিয়েছে, বিষয়টি জানার পরেই সেখানে ছুটে যাওয়া হয় বিরাট পুলিশ বাহিনী নিয়ে।গোলমাল পাকানোর জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।পুরো বিষয়টির তদন্ত চলছে। অতিরক্ত পুলিশ সুপার গ্রামীণ ইন্দ্রজিৎ সরকার জানিয়েছেন,” পাঁচজনকে আটক করা হয়েছে, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here