উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের টাকায় রাস্তার কাজের সূচনা করা হয়

0
44

হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের বড়গ্রাম থেকে মুশকিপুর হাটখোলা পর্যন্ত উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের টাকায় রাস্তার কাজের সূচনা করা হয়।

হরিরামপুর ৮,ফেব্রুয়ারী, দক্ষিণ দিনাজপুর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের মন্ত্রী হাত দিয়ে রাস্তার কাজে শিলান্যাস হলো। দক্ষিণ দিনাজপুর জেলা হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের বড়গ্রাম থেকে মুশকিপুর হাটখোলা পর্যন্ত উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের টাকায় রাস্তার কাজের সূচনা করা হয়। সেখানে রাজ্যের মন্ত্রী, হরিরামপুর পঞ্চায়েত সমিতি সভাপতি, স্থানীয় প্রধান থেকে শুরু করে বিশিষ্টজনেতা উপস্থিত ছিলেন। মন্ত্রী যেমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। তিনি কথা দিলে কথা রাখেন, তিনি হলেন হরিরামপুরের বিধায়ক তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। তার নজর সর্বদাই রয়েছে উন্নয়ন করার। একটা সময় ছিল যখন সারা রাজ্যের মধ্যে উন্নয়নের নিরিখে বিপ্লববাবুর হাত ধরেই দক্ষিণ দিনাজপুর জেলা স্থান পেয়েছিল উন্নয়নের নিরিখে তিন নম্বরে। শনিবার সন্ধ্যা একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের বড়গ্রাম থেকে মুশকিপুর হাটখোলা পর্যন্ত উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের টাকায় রাস্তার কাজের সূচনা করা হয় মন্ত্রী বিপ্লব মিত্রের হাত দিয়ে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কোটি টাকার উপরে খরচ করে ২কিলোমিটার রাস্তার কাজের সূচনা করেন জেলা তৃণমূলের অভিভাবক তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। অনুষ্ঠানে জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা,জেলা পরিষদের সদস্য সুভাষ ভাওয়াল, হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া, সমাজসেবী সাবদুল মিত্র,ইয়াসিন আলী, মনোজিৎ সরকার, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এবিষয়ে হরিরামপুরের বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন,”মুখ্যমন্ত্রীর স্বপ্ন রাস্তায় আমাদের রাস্তা দেখাবে। সেই বিষয়টি মাথায় রেখেই আমরা গ্রামগঞ্জে মানুষজনদের সমস্যা সমাধানে রাস্তার কাজের সূচনা করছি।পথ চলতে মানুষের সমস্যা দূর হবে। রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূলের অভিভাবক বিপ্লব মিত্রের এমন উন্নয়নের কাজে হাত বাড়ানোয় সাধারণ মানুষজনও তাকে সাধুবাদ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here