মাহিনগরে জমি দখল নিয়ে উত্তেজনা, মাহাতো পরিবারের জমায়েতে টানটান পরিস্থিতি
বালুরঘাট ব্লকের মাহিনগরে জমি দখলকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় মাহাতো পরিবারের অভিযোগ, তাদের ৮ শতকের জমির মধ্যে ৩ শতক দখল করে রেখেছে পাশের বৈষ্ণব পরিবার। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও সমাধান না মেলায় ক্ষুব্ধ হয়ে রবিবার বাইরে থেকে কয়েক গাড়ি বোঝাই করে নিজেদের সম্প্রদায়ের লোক জড়ো করে মাহাতো পরিবার।
অপর পক্ষের সদস্যরা এতে প্রতিবাদ জানালে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। দুই পক্ষকে শান্ত করতে প্রশাসন আলোচনার উদ্যোগ নেয়।
স্থানীয়দের একাংশের দাবি, বিষয়টি দীর্ঘদিনের, তবে সম্প্রদায়ভিত্তিক জমায়েত করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পুলিশ ও প্রশাসন জমি সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখে আইনি সমাধানের চেষ্টা চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত চূড়ান্ত সমাধান সূত্র মেলেনি। যেকোনো মুহূর্তে নতুন করে সংঘর্ষের আশঙ্কা থাকায় এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে।