শর্ট সার্কিট থেকে খড়ের গাদায় আগুন লেগে ১৩টি পরিবার সম্পূর্ণভাবে পুড়ে ছাই

0
119

হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রাম পঞ্চা়য়তের মুশোন পশ্চিম পাড়ায় শর্ট সার্কিট থেকে খড়ের গাদায় আগুন লেগে ১৩টি পরিবার সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে। ক্ষতিগ্রস্তদের দাবি, ৫০লক্ষাধিক টাকার উপরে ক্ষতি হয়েছে তাদের,সহযোগিতার আশ্বাস মন্ত্রী, ব্লকের বিডিও,পঞ্চায়েত সমিতির

শীতল চক্রবর্তী বালুরঘাট ১৩ফেব্রুয়ারি । শর্ট সার্কিট থেকে খড়ের গাদায় আগুন লেগে ১৩টি পরিবার সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেল।ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রাম পঞ্চেয়েতের মুশোন পশ্চিম পাড়ায় আগুন লেগেছে।হঠাৎ খড়ের গাদায় আগুন লাগে,সেই আগুন থেকেই এলাকার আশপাশের মোটর সাইকেল সহ ১৩টি বাড়ি সহ বহু জিনিসপত্র পুড়ে হয়ে ছাই হয়ে যায় বলে দাবি তাদের ক্ষয়ক্ষতীর পরিমান প্রায় ৫০লক্ষাধিক টাকা বলে তাদের দাবি।ঘটনার খবর পাবার পরেই সেখানে হরিরামপুর থানার আইসির নির্দেশে পুলিশ সেখানে ছুটে এসে বুনিয়াদপুর দমকল বিভাগকে খবর দেয়। বুনিয়াদপুর থেকে দমকল বিভাগের গাড়ি ছুটে এসে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ঘটনা খবর পেতেই সেখানে ছুটে আসে হরিরামপুর পঞ্চায়েতে সমিতি সভাপতি প্রেমচাদ নুনিয়া সহ ব্লকের বিডিওর প্রতিনিধি দল।তারা আগুন লেগে ক্ষতি হওয়া পরিবার গুলোকে সহযোগিতা করার আশ্বাস দেন।ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকাজুড়ে। বুনিয়াদপুর দমকল বিভাগ ও হরিরামপুর থানা সূত্রে জানা গিয়েছে, হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের মোসন পশ্চিম পাড়ায় বাসিন্দা বরজাহান আলীর বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগে।এরপরেই একে একে এলাকার আবু সামাম আলী,বরজাহান আলী, মনিরুল ইসলাম ,সাজ্জাদ আলী, সিজারুল হক,ইলিয়াস আলী সহ মত ১৩টি পরিবার সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। পৃথকভাবে এই ১৩টি পরিবার আলাদাভাবে বসবাস করে বলে খবর। ক্ষতিগ্রস্ত আগুন লেগে পুড়ে যাওয়া পরিবারদের সদস্য সেরাজুল হক ,বরজাহান আলী ,নাজমুল হকেরা জানিয়েছেন,”শর্ট সার্কিট থেকে আগুন লেগেই খড়ের গাদায় আগুন লাগে।আশপাশের ১৩বাড়ি, সেখানে থাকা টাকা-পয়সা সোনাদানা ,তিনটি মোটর বাইক , কৃষি কাজের বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে।৫০লক্ষাধিক টাকার উপরে ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।পরিবারগুলো নিঃস্ব হয়ে গেল”। হরিরামপুর থানার আইসি সেখানে ছুটে আসার পাশাপশি খবর দেন বংশীহারী দমকল বিভাগকে।সেখান থেকে তিনটি ইঞ্জিন এসে দীর্ঘ ৩ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। খবর পেয়েই সেখানে ছুটে আসেন হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া,ব্লকের বিডিওর প্রতিনিধি দল। এবিষয়ে হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া,”ও রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন,ওই পরিবারগুলোকে সহযোগিতা করা হবে।প্রশাসনকে সেটা জানানো হয়েছে। হরিরামপুর ব্লকের বিডিও অর্ত্রী চক্রবর্তী বলেন,”সরকারিভাবে ওই পরিবার গুলিকে সব ধরনের সহযোগিতা করা হবে”। ঘটনায় ব্যাপক শোরগোল এলাকাজুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here