কোভিড ১৯ মতো পরিস্থিতির মধ্যেও গর্ভবতী মা ও শিশুদের জন্য বিশেষ প্রচার করে কাজ করে চলেছে দুটি সংস্থা।

0
853

গঙ্গারামপুর,শীতল চক্রবর্তী:—কোভিড ১৯ মতো পরিস্থিতির মধ্যেও গর্ভবতী মা ও শিশুদের জন্য বিশেষ প্রচার করে কাজ করে চলেছে দুটি সংস্থা। দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী তে অবস্থিত নারী মুক্তি মহিলা সমিতি ও হোয়াইট রিবন অ্যালায়েন্স এর মত নামকরা দুটি স্বাস্থ্য যৌথভাবে সচেতন মূলক প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে বিভিন্নভাবে। মোবাইলে সার্ভে করে গর্ভবতী মা ও শিশুদের এমন পরিস্থিতিতে কী করণীয় এমনকি হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে বিশেষ প্রচার চালানো হচ্ছে তাদের তরফে বলে জানা গিয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে যে, আগামী দিনে তারা আরও বেশি করে গর্ভবতী মা ও শিশু দের জন্য এমন প্রচার অভিযান চালিয়ে যাবেন। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
গঙ্গারামপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী তে অবস্থিত নারী মুক্তি মহিলা সমিতি ।স্বাস্থ্য শিক্ষা সচেতনমূলক একটি বেসরকারি সংস্থা বলে পরিচিত। এই সংস্থাটি সারাবছর মানুষজনদের পাশে থেকে সবসময় কাজ করে যায়। তবে উল্লেখযোগ্যভাবে তারা স্বাস্থ্যের উপরে কাজ করে সকলের নজর করেছেন বহুদিন আগেই। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের হোয়াইট রিবন অ্যালায়েন্স (সাদা সুতোর বন্ধন) এর নামকরা স্বাস্থ্য সংস্থা র সঙ্গে যৌথভাবে প্রসূতি মা ও শিশুদের জন্য কাজ করে গিয়েছেন বিভিন্নভাবে। বর্তমান সময়ে কোভিড ১৯ মতো পরিস্থিতির মধ্যেও এ দুটি সংস্থা গর্ভবতী মা ও শিশুদের জন্য বিশেষ প্রচার করে জেলার সকলের পাশে দাঁড়িয়েছেন। বিশেষভাবে এমন সময় গর্ভবতী মা ও শিশুরা কিভাবে ভালো থাকতে পারে তার জন্য মোবাইলে সার্ভে করে গর্ভবতী মা ও শিশুদের এমন পরিস্থিতিতে কি করনীয় এমনকি ওয়াটস অ্যাপ ফেসবুকের মাধ্যমে সেই সমস্ত বিষয়ে বিশেষ প্রচার চালানো হচ্ছে তাদের তরফে।
নারী মুক্তি মহিলা সমিতির সম্পাদক কাঞ্চন বসাক জানিয়েছেন, আমরা পশ্চিমবঙ্গের হোয়াইট রিবন অ্যালায়েন্স ও নারী মুক্তি মহিলা সমিতি যৌথভাবে কোভিড ১৯ মতো পরিস্থিতির মধ্যেও গর্ভবতী মা ও শিশুদের জন্য বিশেষভাবে প্রচার চালিয়ে তাদের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছি। আমরা এমন সময়ে মানুষজনদের পাশে থেকে সব সময় কাজ করে যাব।
নারী মুক্তি মহিলা সমিতির অন্যতম সদস্য প্রণব বসাক ও সদস্য সুদীপ্ত মুখার্জি জানিয়েছেন,কোভিড ১৯ মতো পরিস্থিতির মধ্যেও গর্ভবতী মা ও শিশুদের জন্য সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে সেই সমস্ত বিশেষ প্রচার চালানো হচ্ছে সংস্থার তরফে। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে নিজে ভালো থাকুন অপরকে ভালো রাখুন এমন বার্তা দেয়া হয়েছে সকলের উদ্দেশ্যে।
এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকালে ই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here