কলেজের পরীক্ষার ফর্ম ফিলাপে বাধা! আত্মহত্যার হুমকি দিয়ে ফেসবুক পোস্ট বালুরঘাটের আইন ছাত্রী, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
শীতল চক্রবর্তী, বালুরঘাট, ১৮ ফেব্রুয়ারী ——– বালুরঘাট ল কলেজের আইন ছাত্রী রোজিনা খাতুনের এক আত্মহত্যার হুমকি মুহূর্তে ভাইরাল হয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। কলেজের পরীক্ষার ফর্ম ফিলআপে বাধা পেয়ে, মানসিক চাপে ভোগা রোজিনা সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন, যেখানে তিনি তার জীবনের অন্তিম সিদ্ধান্তের কথা তুলে ধরেন। ফেসবুকে নিজের ছবি দিয়ে আত্মহত্যার ইঙ্গিতপূর্ণ লেখায় রোজিনা জানান, “আমি বালুরঘাট ল কলেজের ছাত্রী। আমাকে আমাদের কলেজের টি আইসি সন্তোষ তিওয়ারি স্যার সুসাইড করতে বাধ্য করছেন।”
রোজিনার এই পোস্টটি কলেজ কর্তৃপক্ষ, পুলিশ এবং এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করে। জানা গেছে, ২০১৬ সালে বালুরঘাট ল কলেজে ভর্তি হওয়া রোজিনা সাত বছরের মধ্যে আইন কোর্স শেষ করতে পারেননি। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, পরীক্ষার ফর্ম ফিলআপের জন্য তিনি অযোগ্য হয়ে যান। এই ঘটনায় রোজিনা কলেজের টিচার ইন-চার্জ সন্তোষ তিওয়ারির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং তার মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ জানান।
কলেজ কর্তৃপক্ষের দাবি, রোজিনা অতীতে একাধিকবার মানসিকভাবে অসুস্থ এবং অস্বাভাবিক আচরণ করেছেন। তাদের মতে, রোজিনার এই আচরণ তার মানসিক অস্থিরতারই ফলস্বরূপ। বিষয়টি বালুরঘাট থানায় জানানো হয়েছে এবং পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। পুলিশ রোজিনার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রাথমিক পদক্ষেপ নিয়েছে।
এদিকে, এই ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কলেজ গভর্নিং বডি ও মন্ত্রী বিপ্লব মিত্রকেও অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন বালুরঘাট আইন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সন্তোষ তিওয়ারি। এদিকে এই ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র আলোচনার জন্ম দিয়েছে এবং রোজিনার মানসিক অবস্থা নিয়ে স্থানীয়রা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমেও তাকে সাহায্য করার জন্য অনেকেই এগিয়ে এসেছেন।
এখন প্রশ্ন উঠছে, কীভাবে কলেজের কঠোর নিয়মের কারণে এক ছাত্রীর জীবনে এই গভীর অস্থিরতা এবং হতাশা নেমে এলো, এবং কীভাবে শিক্ষাব্যবস্থার চাপ শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে।