ঘর দেওয়ার নামে তোলাবাজি! তপনে বিজেপির মন্ডল সভাপতির বিরুদ্ধে দলের কর্মীদের সাথে প্রতারণা করার অভিযোগ

0
49

ঘর দেওয়ার নামে তোলাবাজি! তপনে বিজেপির মন্ডল সভাপতির বিরুদ্ধে দলের কর্মীদের সাথে প্রতারণা করার অভিযোগ
শীতল চক্রবর্তী, বালুরঘাট, ১৮ ফেব্রুয়ারী ——–তৃণমূলের পর এবার বিজেপি নেতাদের বিরুদ্ধে উঠলে অভিযোগ।ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তোলা নেওয়ার অভিযোগে চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরের তপন ব্লক। বিজেপির মন্ডল সভাপতি কবিরাজ বাস্কের বিরুদ্ধে বিধায়ক তহবিলের টাকা থেকে ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ তুলেছেন খোদ দলেরই সনকৈর এলাকার বিদায়ী বুথ সভাপতি স্বপন শীল। তার দাবি, বিজেপির বেশ কয়েকজন কর্মীর কাছ থেকে দলীয় তহবিলের নামে টাকা তুলেছিলেন কবিরাজ। যদিও শেষমেশ সেই ঘর মেলেনি, টাকা ফেরতও পাননি কেউ।
স্বপন শীলের বিস্ফোরক অভিযোগ, প্রথমে ৫০০০ টাকা করে নেওয়া হলেও পরে তা কমিয়ে ২০০০ টাকা করা হয়। শুধু তাই নয়, রেলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করেও তার কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়েছিলেন কবিরাজ। পরে অবশ্য কিছুটা চাপে পড়ে সেই টাকা ফেরত দেন তিনি। একই অভিযোগ তুলেছেন সনকৈর গ্রামের উতপল বর্মন-সহ আরও বেশ কয়েকটি পরিবার।
তবে অভিযোগ উড়িয়ে দিয়েছেন কবিরাজ বাস্কে। তার দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। তিনি পুনরায় মন্ডল সভাপতি নির্বাচিত হতেই বিরোধীরা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
এই ঘটনায় প্রকাশ্যে বিবাদে জড়িয়েছে বিজেপির অন্দরমহল। বিজেপির বিধায়ক বুধরাই টুডু অবশ্য মন্ডল সভাপতির পাশেই দাঁড়িয়েছেন। অভিযোগকারীদের রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। বলেছেন, “মন্ডল সভাপতি ঘোষণার আগে এই অভিযোগ সামনে আসেনি কেন? যদি সত্যি প্রমাণ মেলে, নিশ্চয় ব্যবস্থা নেওয়া হবে।”
বিজেপির এই গৃহদাহ নিয়ে সরব তৃণমূলও। তৃণমূল নেতা অশোক মিত্র কটাক্ষ করে বলেন, “শুধু তপন নয়, গোটা জেলাতেই বিজেপি নেতারা তোলাবাজি চালাচ্ছে। ২০২৬ বিধানসভা যত এগোবে, ওদের অন্দরের কোন্দল তত প্রকাশ্যে আসবে।”
বিতর্কের মাঝেই সনকৈর গ্রামে চাপা উত্তেজনা। কবে সমস্যার সমাধান হবে, তার অপেক্ষায় স্থানীয়রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here