বুনিয়াদপুরে মাধ্যমিকের শেষ দিনে দুই ছাত্রকে মারধরের অভিযোগ

0
286

বুনিয়াদপুরে মাধ্যমিকের শেষ দিনে দুই ছাত্রকে মারধরের অভিযোগ, গ্রেপ্তার ২,তদন্তে পুলিশ শীতল চক্রবর্তী বালুরঘাট ২০ ফেব্রুয়ারি।মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে দৌলতপুর পরীক্ষা সেন্টারে তাণ্ডপ দুই যুবকের। ঘটনায় আহত হয় এক মাধ্যমিক পরীক্ষার্থী। লিখিত অভিযোগ দায়ের হয় দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানায়। পুরো ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
বৃহস্পতিবার ভৌতবিজ্ঞান পরীক্ষা ছিল মাধ্যমিকরে শেষ দিনের পরীক্ষা।গাঙ্গুরিয়া ও পাথরঘাটা উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছে দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে।মাধ্যমিক পরীক্ষা শেষ করে মাধ্যমিক পরীক্ষার্থীরা স্কুল থেকে বাইরে বেরিয়ে আসে। গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয়ের চারজন স্কুল ছাত্র পরীক্ষা শেষ করে সিংহাদহ যাবার উদ্দেশ্যে টোটো ধরবার জন্য দৌলতপুর স্কুলমোড় পৌঁছায়।সেখানকার স্থানীয় দুই যুবক বিভাস ত্রিবেদী ও গোপাল ভুইমালী দৌলতপুর স্কুলমোড় টোটো স্ট্যান্ডে এসে তাদের মাধ্যমিক পরীক্ষার্থীর উপর অযথা মারধর শুরু করে বলে অভিযোগ ওঠে।মারধর করার কারণ জানতে চাইলে হাতের বালা খুলে এক মাধ্যমিক পরীক্ষার্থীর মাথা ফাটিয়ে দেয় অভিযুক্তরা বলে অভিযোগ পরিবারের লোকজনের। ঘটনায় আহত হয় মাধ্যমিক পরীক্ষার্থী শ্যামনাথ রাজবংশী (১৭) সহ আরো কয়েকজন বন্ধু। আহত মাধ্যমিক পরীক্ষার্থী শ্যামনাথ রাজবংশীর বাড়ি গাঙ্গুয়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিষহরিদাঙ্গা এলাকায়। মারধরের খবর পেয়ে ছুটে আসে আহত মাধ্যমিক পরীক্ষাথীর বাড়ির লোকজন। ঘটনাস্থলে বংশীহারী থানার সিভিক ভলেন্টিয়ার থাকার পরেও মাধ্যমিক পরীক্ষার্থীদের মারধর করে তাদের সামনেই বলে অভিযোগ জানিয়েছেন আহতরা। আহত মাধ্যমিক পরীক্ষার্থী শ্যামনাথ রাজবংশীকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় রশিদপুর হাসপাতালে।রশিদপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করার পর অভিযুক্ত দুই যুবকের শাস্তির দাবিতে থানার দ্বারস্থ হয়। পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এবিষয়ে আহত মাধ্যমিক পরীক্ষার্থী শ্যামনাথ রাজবংশী অভিযোগ করে জানিয়েছে,” আমরা চার বন্ধু এক সঙ্গে পরীক্ষা দিয়ে বাড়ি যাবার উদ্দেশ্যে দৌলতপুর স্কুলমোড় টোটো স্ট্যান্ডে যাই। আচমকা দুই যুবক আমাদের উপর মারমুখী হয়।আমি মারার কারণ জানতে চাইলে আমায় হাতের বালা দিয়ে মাথা ফাটিয়ে দেই ও আমার বন্ধুদেরও মারধর করে। দুই অভিযুক্তদের শাস্তির দাবিতে আদালত ও থানায় দ্বারস্থ হয়েছি”।
এবিষয়ে আহত মাধ্যমিক পরীক্ষার্থীর বাবা নরেশ রাজবংশী অভিযোগ করে বলেন,”ছেলেকে ফোন করলে জানতে পারি ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে।আমিও দৌলতপুরে কাজ করছিলাম। ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই দুইটি ছেলে আমার ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে হাতের বালা দিয়ে।আমি সঙ্গে সঙ্গে দুজনকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়। দুই অভিযুক্তদের শাস্তির দাবিতে আদালত ও থানায় হয়েছি”।
বিষয়ে আহত আরও এক মাধ্যমিক পরীক্ষার্থী মনোজিৎ মাহাতো অভিযোগ করে বলেন,”বিনা দোষে মারধর করতে শুরু করে দুই যুবক। আমরা তাদের চিনিও না। আমার এক বন্ধুর মাথা ফাটিয়ে দিয়েছে হাতের বালা দিয়ে। সিভিক সেখানে থাকলেও মারপিট ছুটিয়ে দেইনি। বিনা কারণে আমাদের কেনো মারা হলো আমরা তাদের শাস্তি চাই। যদিও অভিযুক্ত দুই যুবকে বিষয়টি জানতে চেয়ে জিজ্ঞাসা করা হলেও তারা কিছু বলতে চাইনি”। অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ইন্দ্রজিৎ সরকার জানিয়েছেন,”পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here