হরিরামপুরে পুন্ডরি এলাকায় সিভিক ভলেন্টিয়ারের রহস্যজনক মৃত্যুর ঘটনায়

0
32

হরিরামপুরে পুন্ডরি এলাকায় সিভিক ভলেন্টিয়ারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় অভিযোগ উঠল খুনের,তদন্তে পুলিশ শীতল চক্রবর্তী বালুরঘাট ২৫শে ফেব্রুয়ারি।এক সিভিক ভলেন্টিয়ারে রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে শোরগোল পরেছে এলাকায়।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার পুন্ডরি গ্রাম পঞ্চায়েতের হাজরাপুকুর গ্রামের ঘটনা।মৃতের পরিবারের লোকজনদের অভিযোগ,খুন করা হয়েছে তাকে,পুলিশ তদন্ত করলেই সব প্রমাণ হবে।হরিরামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।এমন ঘটনায় শোরগোল পড়েছে এলাকাজুড়ে। হরিরামপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে,মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম মিনারুল ইসলাম বয়স (৩২)বছর।বাড়ি থেকে বেশ কিটুটা দূরে একটি গাছের নিচে গলায় দড়ি লাগানো অবস্থায় মাটিতে ওই সিভিক ভলেন্টিয়ারের দেহ পড়ে থাকতে দেখে মঙ্গলবার সকালে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়।সে বহুদিন ধরে হরিরামপুর থানায় কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে।মঙ্গলবার সকালে হরিরামপুর থানার পুলিশ ঘটনার বিষয়টি জানতে পেরেই তারা মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্তে নামে। মৃত সিভিক ভলেন্টিয়ারের পরিবার সূত্রের খবর,পরিবারের রয়েছে তার বাবা সলিমুদ্দিন, মা খাতিজা বিবি,তার স্ত্রী লাভলী আক্তার বানু সহ দুই ছেলেমেয়ে। মৃতের পরিবার সূত্রের খবর, সিভিক ভলেন্টিয়ারে কাজ করার পাশাপাশি অবসর সময়ে সংসার পরিচালনার জন্য রাজমিস্ত্রিরির কাজ করে থাকেন ওই সিভিক ভলেন্টিয়ার বলে খবর। সিভিকের কাজ শেষ করে প্রতিদিনের মত এদিন সন্ধ্যায় বাড়ি ফেরার কথা থাকলেও সে আর বাড়িতে ফেরেনি বলে দাবি মৃত সিভিক ভলেন্টিয়ারের পরিবারের। বন্ধ ছিল তার মোবাইল ফোনও। মৃতের স্ত্রী লাভলী আক্তার বানু অভিযোগ করে বলেন,”যেভাবে মৃতদেহ পাওয়া গেছে তাকে খুন করা হতে পারে।পুলিশ তদন্ত করলেই সব প্রমাণ হয়ে যাবে।” মৃতের মা খাতিজা বিবি অভিযোগ করে বলেন,”ছেলেকে খুন করাই হয়েছে।পুলিশ তদন্ত করলেই সব প্রমাণ হবে।” এলাকার প্রতিবেশী সাইরুদ্দিন সরকার বলেন,”ভালো ছেলে হিসেবেই পরিচিত ছিল।ও যে এভাবে চলে যাবে ভাবতেই পারছিনা।পুলিশ তদন্ত করলেই সব প্রমান হবে।”। হবিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার জানিয়েছেন,”মৃতদে উদ্ধার করা হয়েছে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।” এমন ঘটনায় মৃতের পরিবার সহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here