বালুরঘাটে চুরির নাটকীয় পরিণতি! পুলিশের জালে এক, উন্মোচনের পথে বড় রহস্য
বালুরঘাট শহরের ব্রীজকালী এলাকায় ঘটে গেল সিনেমার চিত্রনাট্যকেও হার মানানো চুরি! বৃহস্পতিবার রাতে ব্যবসায়ী মন্টু সাহার বাড়ি ছিল ফাঁকা, আর সেই সুযোগ কাজে লাগিয়ে চোরের দল চালিয়ে যায় ভয়ঙ্কর তাণ্ডব। দরজা, আলমারি গুঁড়িয়ে হাতিয়ে নেয় নগদ টাকা, সোনার গয়না সহ একাধিক দামি সামগ্রী।
কিন্তু এই দুঃসাহসিক চুরি করেও রক্ষা হলো না! পুলিশের তৎপরতায় মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই ধরা পড়ে চক্রের এক সদস্য। টাউন বাবু সমীর কর্মকারের নেতৃত্বে শনিবার রাতে ঘোষপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় প্রিয়াংশু নামে এক যুবককে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া সামগ্রীর একাংশ।
রবিবার ধৃতকে আদালতে পেশ করে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। তবে এখানেই শেষ নয়! তদন্তকারীদের ধারণা, এই গ্রেফতারের মাধ্যমেই সামনে আসতে চলেছে শহরের এক ভয়ঙ্কর চুরি চক্রের গোপন কারসাজি। আরও চাঞ্চল্যকর তথ্য মিলতে পারে যে কোনো মুহূর্তে! পুলিশি জালে আটকে পড়তে চলেছে শহরের চোরের রাজত্ব? বালুরঘাটের মানুষ তাকিয়ে রহস্যের পরবর্তী পর্বের দিকে!