উত্তরবঙ্গে কুইজের মহাযুদ্ধ! আইপিএল মডেলে প্রথমবার কুইজ লিগ, বালুরঘাটে জমজমাট নিলাম
বালুরঘাট, ২ মার্চ —— কুইজপ্রেমীদের জন্য এ এক স্বপ্নের মুহূর্ত! উত্তরবঙ্গের ইতিহাসে প্রথমবার আয়োজিত হচ্ছে আইপিএল মডেলের “গ্র্যান্ড কুইজ লিগ”—যেখানে জ্ঞানের যুদ্ধে নামবে আটটি শহরের সেরা কুইজাররা। রবিবার বালুরঘাটে আয়োজিত হলো এক নজরকাড়া নিলাম, যেখানে ১৭৫-র বেশি কুইজারের মধ্যে থেকে বাছাই করা হয়েছে প্রতিটি দলের লেজেন্ড প্লেয়ার, প্রি-বুক প্লেয়ার এবং অকশন থেকে নির্বাচিত বাকি প্রতিযোগীরা।
উত্তরবঙ্গের আটটি শহরের প্রতিনিধিত্বকারী দল—বালুরঘাট, গঙ্গারামপুর, মালদা, রায়গঞ্জ, শিলিগুড়ি, জলপাইগুড়ি ও দার্জিলিং—এবার নামবে লড়াইয়ে। শুধু প্রতিযোগিতাই নয়, তিন মাস ধরে চলবে নিবিড় প্রশিক্ষণ পর্ব, যেখানে প্রতিটি কুইজারকে গড়ে তোলা হবে বড় মঞ্চের জন্য। কুইজকে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলা কুইজ অ্যাসোসিয়েশন নিয়েছে এই ঐতিহাসিক পদক্ষেপ।
সংস্থার সম্পাদক প্রান্তিক তালুকদার বলেন, “এটি শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং কুইজ দুনিয়ায় এক নতুন বিপ্লব! এখান থেকে উঠে আসবে আগামী দিনের কুইজ সুপারস্টাররা।”
চূড়ান্ত পর্ব বসবে জুন মাসে, যেখানে নির্ধারিত হবে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ কুইজ দল! শীঘ্রই প্রতিযোগিতার সূচি প্রকাশ করা হবে, আর ততদিন কুইজপ্রেমীরা অধীর আগ্রহে দিন গুনছেন—কে হবে এই মহাযুদ্ধের চ্যাম্পিয়ন?
বালুরঘাট, ২ মার্চ —— কুইজপ্রেমীদের জন্য এ এক স্বপ্নের মুহূর্ত! উত্তরবঙ্গের ইতিহাসে প্রথমবার আয়োজিত হচ্ছে আইপিএল মডেলের “গ্র্যান্ড কুইজ লিগ”—যেখানে জ্ঞানের যুদ্ধে নামবে আটটি শহরের সেরা কুইজাররা। রবিবার বালুরঘাটে আয়োজিত হলো এক নজরকাড়া নিলাম, যেখানে ১৭৫-র বেশি কুইজারের মধ্যে থেকে বাছাই করা হয়েছে প্রতিটি দলের লেজেন্ড প্লেয়ার, প্রি-বুক প্লেয়ার এবং অকশন থেকে নির্বাচিত বাকি প্রতিযোগীরা।
উত্তরবঙ্গের আটটি শহরের প্রতিনিধিত্বকারী দল—বালুরঘাট, গঙ্গারামপুর, মালদা, রায়গঞ্জ, শিলিগুড়ি, জলপাইগুড়ি ও দার্জিলিং—এবার নামবে লড়াইয়ে। শুধু প্রতিযোগিতাই নয়, তিন মাস ধরে চলবে নিবিড় প্রশিক্ষণ পর্ব, যেখানে প্রতিটি কুইজারকে গড়ে তোলা হবে বড় মঞ্চের জন্য। কুইজকে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলা কুইজ অ্যাসোসিয়েশন নিয়েছে এই ঐতিহাসিক পদক্ষেপ।
সংস্থার সম্পাদক প্রান্তিক তালুকদার বলেন, “এটি শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং কুইজ দুনিয়ায় এক নতুন বিপ্লব! এখান থেকে উঠে আসবে আগামী দিনের কুইজ সুপারস্টাররা।”
চূড়ান্ত পর্ব বসবে জুন মাসে, যেখানে নির্ধারিত হবে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ কুইজ দল! শীঘ্রই প্রতিযোগিতার সূচি প্রকাশ করা হবে, আর ততদিন কুইজপ্রেমীরা অধীর আগ্রহে দিন গুনছেন—কে হবে এই মহাযুদ্ধের চ্যাম্পিয়ন?