বুনিয়াদপুর শহর জুড়ে সন্ধান মিলল একাধিক ভুয়ো ভোটারের। অভিযোগ, বুনিয়াদপুর শহরে একাধিক ভোটারের এপিক নম্বরে রয়েছে গুজরাটের ব্যক্তির নাম। পুরো ঘটনায় শোরগোল শহরজুড়ে।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট খতিয়ে দেখা শুরু করলেন বুনিয়দপুর চেয়ারপারসন কামাল সরকার ভাইস চেয়ারপার্সন জয়ন্ত কুন্ডু, তৃণমূলের বুনিয়াদপুর টাউন সভাপতি বিপ্লব মহন্ত সহ তৃণমূলের সহকর্মীরা । বুধবার বুনিয়াদপুর শহরের ওয়ার্ডে ওয়ার্ডে ভোটার লিস্ট অনুযায়ী সমীক্ষার কাজ শুরু করেছেন। সমীক্ষার কাজ শুরু করতেই চক্ষু চড়কগাছ। এখনো পর্যন্ত এক নাম্বার ওয়ার্ডে ২৫ টি, দুই নম্বর ওয়ার্ডে ১০ জন ও ৩ নম্বর ওয়ার্ডেও একাধিক জনের একই এপিক নম্বরে হুবহু মিলে যাচ্ছে গুজরাট রাজ্যের সঙ্গে। এই ঘটনায় গোটা শহরজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। ভোটার লিস্টে কারচুপির বিষয়ে মুখ্যমন্ত্রী যে আশঙ্কা করেছিলেন, তা সত্যি বলে প্রমাণিত হচ্ছে।
বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন কামাল সরকার জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট খতিয়ে দেখা শুরু করেছি। ভোটার লিস্টে কারচুপির বিষয়ে মুখ্যমন্ত্রী যে আশঙ্কা করেছিলেন, তা সত্যি বলে প্রমাণিত হচ্ছে। বুনিয়াদপুর শহরে একাধিক ভুয়ো ভোটার ধরা পড়ছে।
বুনিয়াদপুর শহরের টাউন সভাপতি বিপ্লব মহন্ত বলেন, আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বুধবার বালুরঘাট শহরের এক নম্বর ওয়ার্ডে ভোটার লিস্ট অনুযায়ী সমীক্ষার কাজ চলছিল। সমীক্ষা করতে গিয়ে দেখা যায়, একাধিক এপিক নম্বরে রয়েছে গুজরাটের ব্যক্তিদের নাম।
এই বিষয়ে মনোতোষ দেবশর্মা জানিয়েছেন জানতে পারলাম আমার ভোটার কার্ডের একই এপিক নাম্বারে গুজরাটের এক ব্যক্তির নাম রয়েছে। গোটা বিষয়টা দেখে আমি অবাক হয়ে গিয়েছি। বুনিয়াদপুর শহরের চেয়ারম্যানের সহযোগিতায় আমরা বিষয়টা জানতে পারলাম। আমাদের পরিবারে আমি সহ আমার দাদার একি সমস্যা দেখা যাচ্ছে।