ভোটার তালিকায় ভূত! একই পরিবারের দুই সদস্যের নামে ভুয়ো ভোটার, তোলপাড় বালুরঘাট

0
27

ভোটার তালিকায় ভূত! একই পরিবারের দুই সদস্যের নামে ভুয়ো ভোটার, তোলপাড় বালুরঘাট

বালুরঘাট, ৫ মার্চ —– একই পরিবারের দুই-দুজন সদস্য ভোটার! শুধু বালুরঘাটে নয়, তাঁদের নাম উঠেছে গুজরাট ও মহারাষ্ট্রের তালিকাতেও! কীভাবে সম্ভব? সেই প্রশ্নেই এখন তোলপাড় গোটা এলাকা।

বুধবার, অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের ভোটার তালিকা স্কুটনি করতে গিয়ে কার্যত থমকে যান প্রধান দেবদূত বর্মন। নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না! ভোটার তালিকায় পরিতোষ সরকার, তাঁর স্ত্রীর নাম থাকা সত্ত্বেও দেখা যায়, একই এপিক নম্বরের অধীনে গুজরাটের অন্য ভোটারদের নাম নথিভুক্ত রয়েছে! শুধু এই একটি পরিবার নয়, একই অবস্থা বালুরঘাটের ভোলা বিশ্বনাথ মণ্ডল ও তাঁর ছেলে দুলাল ভোলা মণ্ডলের ক্ষেত্রেও। তাঁদের নামও রয়েছে মহারাষ্ট্রের ভোটার তালিকায়!

“আমরা কখনও গুজরাট বা মহারাষ্ট্রে যাইনি। তাহলে কীভাবে ওখানে ভোটার হলাম?” – হতবাক পরিবারের সোজা প্রশ্ন।

ঘটনার জেরে কপালে ভাঁজ প্রশাসনের। এটি কি নিছক কারিগরি ত্রুটি, নাকি এর পেছনে লুকিয়ে আছে বিশাল কোনও চক্রান্ত? ভোটার তালিকায় জালিয়াতি? ভুয়ো পরিচয় তৈরি করে অন্যত্র ভোটদান? রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ভোটার তালিকা খতিয়ে দেখা হচ্ছে। সেই পর্বেই সামনে এল এই বিস্ফোরক তথ্য। প্রধান দেবদূতবাবু জানিয়েছেন, বিষয়টি অবিলম্বে উচ্চতর নেতৃত্বের কাছে পাঠানো হবে।

তবে আসল প্রশ্ন একটাই— এর পেছনে কাদের হাত? কার স্বার্থে এমন ভয়ঙ্কর কারচুপি? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। সত্যি কি প্রশাসন এই ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত করবে, নাকি আরও একবার অন্ধকারেই থেকে যাবে ভোটার তালিকার এই ‘ভূত’?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here