জেলার দুটি আদালতের বহু মামলার নিষ্পত্তি হল

0
48

জেলার দুটি আদালতের বহু মামলার নিষ্পত্তি হল,ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেড় কোটি টাকার শীতল চক্রবর্তী বালুরঘাট ৮ মার্চ দক্ষিণ দিনাজপুর।লোক আদালতের মাধ্যমে জেলা ও মহকুম আদালতে বহু মামলার নিষ্পত্তি হলো। দুটি লোক আদালত সূত্রে খবর,শনিবার বালুরঘাট জেলার লোক আদালতে ৫৮০০টি বিচারাধীন মামলা উঠেছিল।তার মধ্য ৮৫০টি বিচারাধীন মামলার মধ্যে ৭০০টি মামলা নিষ্পত্তি হয়েছে। ব্যাংক সংক্রান্ত মামলার নিষ্পত্তি হয়েছে চারশটি।দুর্ঘটনা জনিত মামলার ক্ষতিপূরণ বাবদ দেড় কোটি টাকা দেবার নির্দেশ দেওয়া হয়েছে দুটি লোক আদালতের তরফে। জানা গেছে ,জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ বালুরঘাট ও গঙ্গারামপুর মহকুমা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে গঙ্গারামপুর মহকুমার বুনিয়াদপুরের লোক আদালতে এদিন,১৭৭৬টি মামলা উঠেছিল।তার মধ্যে ৩৫৭টি মামলা নিষ্পত্তি হয়েছে।দুর্ঘটনা জনিত বীমা মামলায় ৮০লক্ষ্য টাকা দেবার নির্দেশে দিয়েছেন লোক আদালতের বিচারকেরা।
বালুরঘাটে লোক আদালতে জেলা আদালতের বিচারক তথা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদিকা কেয়া বালা,বালুরঘাট জেলা আদালতের দুজন বিচারক,
সিভিল জাজ জুনিয়র ডিভিশন ,
দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট,
প্রিন্সিপাল সেক্রেটারী জেজেবি,ও গঙ্গারামপুর মহকুমা আদালতের এসিজিএম কোর্টের বিচারক সপ্তপর্ণা সেনগুপ্ত, এডিজে কোর্টের বিচারক মেলেসা গুরুং,সিভিল বিচারক জুনিয়ার ডিভিশন দেবাশীষ বর্মন, জেএম কোর্টের বিচারক মুস্তাক আলম এমনও নির্দেশ দেন। লোক আদালতের মাধ্যমে বহু মামলার নিষ্পত্তি হওয়ায় সুবিধা পেলেন অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here