৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হলো

0
18

আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হলো মহাবারি গ্রাম পঞ্চায়েতে,পাশাপাশি প্লাস্টিক জাতীয় দ্রব্য ব্যবহার বন্ধ করতে সচেতন করা হলো পথ চলতি মানুষদের।

উল্লেখ্য ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, এই নারী দিবসকে সামনে রেখে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বংশী ব্লকের মহাবারি গ্রাম পঞ্চায়েতে তিন দিনব্যাপী আলোচনা সভার আয়োজন করা হয়েছিল, আলোচনা সভায় বিভিন্ন সামাজিক কাজকর্মের পাশাপাশি প্লাস্টিক জাতীয় দ্রব্য ব্যবহার যত কম করা যায় সেই বিষয়ে পথ চলতি মানুষদের সচেতন করা হলো। পাশাপাশি পঞ্চায়েত এলাকায় অবস্থিত বিভিন্ন দোকানে গিয়ে দোকান মালিকদের সঙ্গে কথা বলা হয় প্লাস্টিক জাতীয় দ্রব্য ব্যবহার করলে পরিবেশের ভারসাম্য কিভাবে নষ্ট হয়, সেই জন্য যাতে তারা প্লাস্টিক জাতীয় দ্রব্য বিক্রি বন্ধ করেন।এই আলোচনা সভা ৬ তারিখ থেকে শুরু করে আগামী ৮ তারিখ পর্যন্ত চলবে।এদিন সেখানে উপস্থিত ছিলেন মহা বাড়ির গ্রাম পঞ্চায়েতের প্রধান, গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার থেকে শুরু করে পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা। এদিনের আলোচনা সভা থেকে পথ চলতি মানুষদের পাশাপাশি আলোচনা সভায় উপস্থিত হওয়া মানুষজনদের বোঝানো হয় তারা কিভাবে প্লাস্টিকের বিকল্প বেছে নেবে। পাশাপাশি প্লাস্টিক ব্যবহার করলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি বিভিন্ন ক্ষতিকর দিকগুলি তুলে ধরা হয়।

এ বিষয়ে মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক আধিকারিক জানিয়েছেন, আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সারাদেশ এবং রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বংশালী ব্লকের মহা বাড়ি গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নারী দিবস পালন করা হলো। যার মধ্যে আমরা বিভিন্ন সামাজিক দিকগুলি তুলে ধরেছি যেমন প্লাস্টিক, থার্মোকল এবং আরো বিভিন্ন জিনিস যেগুলো ব্যবহারের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। সেই দিকগুলি মাথায় রেখে আজকে আমরা পথ চলতি মানুষ থেকে শুরু করে আমাদের আলোচনা সভায় আগত মানুষজনদের মধ্যে সচেতনতামূলক বার্তা দেওয়া হল মহা বাড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। এছাড়াও আমাদের প্রোগ্রাম ৬ তারিখ থেকে শুরু করে ৮ তারিখ পর্যন্ত চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here