প্রাদেশিক ব্যাংক কর্মচারী সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির ১৩তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়, দাবি রাখা হলো ব্যাংক কর্মীদের একাধিক বিষয়ে, বালুরঘাট ৯ মার্চ : রবিবার বঙ্গীয় প্রাদেশিক ব্যাংক কর্মচারী সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির ১৩তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের একটি উৎসব ভবনে সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের মধ্য দিয়ে থেকে চলতি মাসের দুই দিন ব্যাংক ধর্মঘটের ডাক দিল ইন্ডিয়ান ব্যাংক এম্পোয়ইজ সংগঠন।
রবিবার সম্মেলনের শুরুতে সংগঠনের পতাকা উত্তেলন করা হয়। প্রদীপ জ্বলিয়ে সম্মেলনের সূচনা করা হয়। প্রতিবেদন পাঠের ওপর দীর্ঘ সময় ধরে বক্তব্য রাখেন জেলা ও জেলার বাইরে থেকে আসা প্রতিনিধিরা। সম্মেলন থেকে একগুচ্ছ দাবি তোলা হয়।পাশাপ পাশাপাশি এমাসের ২৪ ও ২৫ তারিখে ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ব্যাংক ত্রপ্লোয়ইজ ত্র্যাসোসিশনের সভাপতি রাজেন নগর,বিপিবিইএ এর চেয়ারম্যান কমল ভট্টচার্য,বিপিবিইএ এর যুগ্ম ইন্দ্রনীল মিত্র,সংগঠনের জেলা সম্পাদক উদয় শংকর কুমার সাহা,সংগঠনের সহ-সম্পাদক ভাস্কর গাঙ্গুলী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে ৩৫ জনের কমিটি গঠন করা হয়।
অল ইন্ডিয়া ব্যাংক ত্রপ্লোয়ইজ ত্র্যাসোসিশনের সভাপতি রাজেন নগর জানান,”দিন দিন ব্যাংকের শাখা বাড়ছে। গ্রামগঞ্জে গিয়ে কর্মীরা পরিষেবা দিচ্ছে। অথচ ব্যাংক গুলিতে কর্মী নিয়োগ করা হচ্ছে না।দিন দিন ব্যাংক গুলিতে কর্মী সংখ্যা কমে যাওয়ায় একজন কর্মীকে অনেক গুলো কাজ করতে হচ্ছে।এতে সাধারণ মানুষ হয়রান হচ্ছে। কিছু কিছু ক্ষেত্ররে চুক্তি ভিত্তিক কর্মী দিয়ে কাজ করানো হচ্ছে।সেই কর্মীদেরও আবার ভবিষ্যৎ নিশ্চিতা নেই। আসলে সরকার ব্যাংক কর্মীদের সংগঠনকে শেষ করতে চাইছে।তাই আমরা কর্মী নিয়োগ সহ একাধিক দাবিতে এমাসের ২৪ ও ২৫তারিখে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছি।
অল ইন্ডিয়া ব্যাংক ত্রপ্লোয়ইজ ত্র্যাসোসিশনের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটি অন্যতম সদস্য বরুণ কুমার সাহা বলেন,”ব্যাংকে যারা অস্থায়ীভাবে কাজ করেন তাদেরকে স্থায়ীকরণের দাবি জানানো হয়েছে।” সংগঠনের এদিনের অনুষ্ঠানে সদস্যদের ভিড় হয়েছিল ব্যাপক।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর প্রাদেশিক ব্যাংক কর্মচারী সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির ১৩তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত...