একুশে জুলাইকে সামনে রেখে সংগঠন গোছাতে তৎপর তৃণমূল কংগ্রেস, গঙ্গারামপুর এবং বুনিয়াদপুরে আনুষ্ঠানিকভাবে দলে ফিরলেন বেশকিছু কর্মী সমর্থক

0
991

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২০ জুলাই:-বিধানসভা নির্বাচনের পর দলের খারাপ সময়ে বিজেপিতে যোগ দেওয়া ১০টি পরিবারকে ঘরে ফেরাল তৃণমূল কংগ্রেস। সোমবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে একটি অনুষ্ঠানের মাধ্যমে পুরনো কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের বিধায়ক তথা কার্যকরী সভাপতি গৌতম দাস, তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা নেতা মজিরুদ্দিন মন্ডল প্রমূখ। একুশে জুলাইকে সামনে রেখে দলের শক্তি বৃদ্ধির লক্ষেই এমন উত্তর বলে মনে করা হচ্ছে।

রাজ্যের উন্নয়ন যজ্ঞে শামিল হতে বিজেপি ছেড়ে পুনরায় তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি দল পরিবর্তন করা কর্মীদের। এদিন প্রায় ৪০ জন কর্মী তৃণমূলে যোগদান করেছেন।

বিজেপির টাউন মন্ডল সভাপতি সুপ্রিয় দত্ত জানিয়েছেন, এত দুর্নীতি এবং অন্যায় দেখেও যারা তৃণমূলে যোগদান করবেন তারা পাগল ছাড়া আর কেউ নন। এমন সব মানুষ বিজেপি ছাড়লেও তাদের কোন ক্ষতি হবে না।

জেলা তৃণমূল সভাপতি কর্তৃপক্ষ জানিয়েছেন, বিজেপিতে থেকে কখনোই উন্নয়ন করা সম্ভব নয়। যে কারণে এদের প্রায় ৪০ জন বাসিন্দা তৃণমূলে ফিরে এসেছেন। এর ফলে দল আরো শক্তিশালী হবে।

এদিকে একুশে জুলাইকে সামনে রেখে গঙ্গারামপুরের দেবীকোট ভবনে একটি অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূল ছাত্র পরিষদে ফিরে এলেন ১৩ জন কর্মী। সংগঠনের রাজ্য সম্পাদক কৌশিক সাহা উপস্থিতিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি অতনু রায়। এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার একুশে জুলাইয়ের কর্মসূচি নিয়েও আলোচনা হয়। জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্রচুর কর্মী সমর্থক এদিন উপস্থিত ছিলেন।

অতনু রায় জানিয়েছেন, লোকসভা নির্বাচনের পর বেশ কিছু কারণে তাদের কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেন। অনেকে আবার দলের কাজকর্ম থেকে নিজেদের সরিয়ে রেখেছিলেন। তারাই ফের তৃণমূলে যোগদান করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here