ব্যক্তির লোক না হয়ে দলের লোক হন দলকে আরও শক্তিশালী করতে। একটি সংবর্ধনা অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করলেন দক্ষিণ দিনাজপুর জেলা নবনিযুক্ত জেলা সভাপতি গৌতম দাস।

0
951

শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর ২৪ জুলাই,দক্ষিন দিনাজপুর:-ব্যক্তির লোক না হয়ে দলের লোক হন দলকে আরও শক্তিশালী করতে। একটি সংবর্ধনা অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করলেন দক্ষিণ দিনাজপুর জেলা নবনিযুক্ত জেলা সভাপতি গৌতম দাস। শুক্রবার বিকেলে নবনিযুক্ত জেলা সভাপতিকে সংবর্ধনা জ্ঞাপন এর আয়োজন করেন কালদিঘি পদাতিক ক্লাব। এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনিযুক্ত জেলা সভাপতি গৌতম দাসকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেন কালদিঘি পদাতিক ক্লাবের কর্মকর্তারা। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল সমর্থক ও কর্মীরা।
মাস দুয়েকের মধ্যেই প্রথমে জেলা তৃণমূল কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি তারপরেই জেলা সভাপতি পদে দায়িত্ব পান গঙ্গারামপুর এর বিধায়ক গৌতম দাস।গত বৃহস্পতিবার বিকালে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে দায়িত্ব দেন গৌতম দাসকে তারপর থেকে বহু সংগঠনের তরফ থেকে তাঁকে সংবর্ধনা দেয়ার হিড়িক পড়ে যায়। শুক্রবার বিকেলে গঙ্গারামপুরে র পদাতিক ক্লাবের কর্মকর্তারা নবনিযুক্ত জেলা সভাপতি কে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেন। এদিন পুষ্পস্তবক দিয়ে নবনিযুক্ত জেলা সভাপতি গৌতম দাসকে সংবর্ধনা দেন পদ্ধতি ক্লাবের সহ-সম্পাদক আনোয়ার হোসেন। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি গৌতম দাস ছাড়াও পদাতিক ক্লাবের সভাপতি তপন কান্তি মজুমদার, সম্পাদক আনন্দ দাস, সহসম্পাদক আনোয়ার হোসেন, সদস্য মকবুল মুন্সি, স্থানীয় প্রধান তথা ক্লাব সদস্য কার্তিক সরকার সহ তৃণমূল সমর্থক ও কর্মীরা ।

এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাস জানিয়েছেন,ব্যক্তির লোক না হয়ে দলের লোক হন দলকে আরও বেশি শক্তিশালী করতে। জেলা সভাপতি হিসেবে মানুষের হয়ে কাজ করে যাব। আজ পদাতিক ক্লাব থেকে যে সম্মান দেওয়া হল তাতে আমি খুব খুশি।
এ বিষয়ে পদাতিক ক্লাবের সহসম্পাদক আনোয়ার হোসেন জানিয়েছেন, নবনিযুক্ত জেলা সভাপতিকে পদাতিক ক্লাবের তরফ এ সংবর্ধনা দেওয়া হল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here