ঈদকে সামনে সচেতনতামূলক শিবিরের আয়োজন করল শুক্রবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুলিশ।

0
942

শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর ২৪ জুলাই,দক্ষিন দিনাজপুর:-ঈদকে সামনে সচেতনতামূলক শিবিরের আয়োজন করল শুক্রবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুলিশ। এদিন গঙ্গারামপুর থানার অন্তর্গত মুসলিম সম্প্রদায়ের বেশ কয়েকজন মৌলানা দের নিয়ে সচেতনতামূলক শিবির টি করা হয়। যেখানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু , অন্যান্য পুলিশকর্মী ও ব্লকের আধিকারিক সহ অনেকেই।
চারদিকে করোনা আতঙ্ক বিরাজমান। এরইমধ্যে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান কুরবান ঈদ পালন করবেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা । তাই গঙ্গারামপুর ব্লকের বেশ কয়েকজন মৌলানাদের নিয়ে এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করেন গঙ্গারামপুর পুলিশ প্রশাসন।শুক্রবার বিকালে গঙ্গারামপুর থানার মধ্যে কয়েকজন মৌলানাদের নিয়ে সচেতন করা হয় যেখানে বলা হয় সামাজিক দূরত্ব বজায় রেখে জমায়েত না করে তাদের ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করার অনুরোধ জানানো হয়।এদিনের সচেতনতামূলক শিবিরে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু, ব্লকের আধিকারিক, থানার বড়বাবু সমীর মন্ডল, ট্রাফিক ওসি বাবুল হোসেন, সহ আরো বেশ কয়েকজন পুলিশ কর্মীরা।
এ বিষয়ে গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু ও ব্লকের এক আধিকারিক জানিয়েছেন, সামনে মুসলিম সম্প্রদায় মানুষের ধর্মীয় ঈদ রয়েছে, এই করোনাপরিস্থিতির মধ্যে তারা যেন সামাজিক দূরত্ব বজায় রেখে এবং জমায়েত না করে তাদের ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করে সেইজন্য বেশ কয়েকজন মৌলানাদের নিয়ে সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here