বাবার হাতে খুন হল মদ‍্যপ ছেলে

0
933

জলপাইগুড়ি:–বাবার হাতে খুন হল মদ‍্যপ ছেলে।মর্মান্তিক এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরের ২৩ নম্বর ওয়ার্ডে‌র পশ্চিম অরবিন্দ‌নগর এলাকায়।বাবার নাম অনিল দেবনাথ। এই খুনের ঘটনার পর জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।অভিযোগ,দীর্ঘদিন ধরেই ছেলে অনিমেষ দেবনাথের অত‍্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল গোটা পরিবার। মদ‍্যপ অবস্থায় এসে নিত‍্যদিন বাবাকে মারধর করার পাশাপাশি পরিবারের অন‍্যান‍্য সদস্য‌দের ওপর অত‍্যাচার চালাতো বলে অভিযোগ। প্রতিবেশী রানা মুন্সি বলেন, নিত্য‌দিন মদ‍্যপ অবস্থায় বাড়িতে এসে অত‍্যাচার চালাত ছেলে।ছেলের অত‍্যাচারে অতিষ্ঠ হয়ে রবিবার রাতে তাকে খুন করে তার বাবা।এরপর পুলিশের কাছে এসে নিজেই আত্মসমর্পণ করে‌ন তিনি। ঘটনায় ব‍্যাপক চাঞ্চল্য ছড়িয়ে‌ছে গোটা এলাকায়।পুলিশ এসে মৃতদেহ‌টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠিয়েছে।কি কারণে এই খুনের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here