মোটরসাইকেল ও লড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির

0
1827

রায়গঞ্জ:--মোটরসাইকেল ও লড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির, আহত একজন।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদিঘী থানার টুনিভিটা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম মহম্মদ কাশিম ( ৩০)। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষন ৩৪ নম্বর জাতীয় যানজটে অবরুদ্ধ হয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে করনদিঘী থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। ঘাতক লড়িটিকে আটক করলেও চালক পলাতক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে দুই ব্যাবসায়ী মোটরবাইকে চেপে মালদহে যাচ্ছিল। পথে করনদিঘীর টুনিভিটা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে উল্টোদিক থেকে আসা একটি লড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহম্মদ কাশিম নামে বাইক চালকের। গুরুতর আহত হন অপর বাইক আরোহী। আহত ব্যক্তিকে করনদিঘী গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে করনদিঘী থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here