পৃথক দুটি ঘটনায় মৃত্যু হলো দুই জনের

0
1752

শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর,৩১শে জুলাই:-পরিত্যাক্ত বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন ওই বাড়ির প্রহরী।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ১৬ নম্বর ওয়ার্ডের মিশন মোড় এলাকায় । ঘটনাটি এলাকাবাসীদের নজরে আসতেই থানায় খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। অন্যদিকে বিষধর সাপের কামড়ে মৃত্যু হল এক যুবতীর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত্রে গাজোল থানার মালিপাড়া এলাকার। সাপ কামড়ানোর পর তড়িঘড়ি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ওই যুবতীকে ভর্তি করলে চিকিৎসাকালীন মৃত্যু হয় ওই যুবতীর বলে খবর। পুলিশ মৃত দেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর ,গলায় ফাঁসি নিয়ে আত্মঘাতী হওয়া ওই প্রহরী নাম সুনীল মহন্ত (৬০)বাড়ি গঙ্গারামপুর থানার ১৬নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লী এলাকায়।এলাকাবাসী সূত্রে খবর, মানসিক অবসাদে ও পারিবারিক বিবাদের জন্য শুক্রবার ভোরে বাড়ি থেকে বের হয়ে যায় ওই ব্যক্তি। এরপর বাড়ি থেকে কিছুটা দূরে মিশন মোড় এলাকার একটি পরিত্যাক্ত বাড়িতে ঘর বন্ধ করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি বলে খবর।পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে করতে ওই পরিত্যাক্ত বাড়িতে গেলে তাকে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকতে দেখেন।পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মৃত দেহ উদ্ধার করে ।
এবিষয়ে মৃত ওই প্রহরী ছেলে সুশান্ত মহন্ত জানিয়েছেন,ভোরে বাড়ি থেকে বাবা বের হয়ে গিয়েছিল।অনেক খোঁজাখুঁজি করে বাবা যে বাড়ি পাহারা দেয় সেই বাড়িতে এসে দেখি গলায় দড়ি দিয়েছে বাবা এমন কাজ কেন করলো বুঝতে পারছি না ।


স্থানীয় তৃণমূল নেতা আনোয়ার হোসেন ও এক গ্রামবাসী প্রদীপ বকশি জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে আমরা আসে দেখি তিনি যে পরিত্যাক্ত বাড়িতে প্রহরীর কাজ করতেন সেই বাড়িতেই গলায় দড়ি দিয়ে ঝুলে আছে।পারিবারিক বিবাদের জন্য হইতো তিনি এমন কাজ করেছেন। পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করেছে।
অন্য দিকে বিষধর সাপের কামড়ে মৃত্যু হওয়া ওই যুবতীর নাম পায়েল রায় (১৬)বাড়ি গাজল থানার মালিপাড়া এলাকায়।পরিবার সূত্রে জানা গিয়েছে,বৃহস্পতিবার রাত্রে পায়েল রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে ,হঠাৎ বুঝতে পারে তার বিছানায় একটি বিষধর সাপ শুয়ে আছে ,পায়েল আতঙ্ক হয়ে পালাতে গেলেই সাপটি পায়েলের হাতে কামড়ে দেয় বলে পরিবার সূত্রে খবর।এরপর তড়িঘড়ি তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলা কালীন তার মৃত্যু হয়।
এবিষয়ে মৃতা পায়েলের বাবা নিনহ রায় জানিয়েছেন,মেয়ে বিছানায় শুয়ে ছিল একটি বিষধর সাপ তাকে কামরায়।পরে আমরা গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
পুলিশ মৃত দেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here