কোচবিহার:- জেলার শেষ প্রান্ত তুফানগঞ্জ ২ ব্লকের অন্তর্গত ভানুকুমারি ১ নং গ্রাম পঞ্চায়েতের ছিট বড়লাউকুটি এলাকা ।বর্তমানে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে এই গ্রামের বাসিন্দারা ।এই গ্রাম এমন একটি গ্রাম যার চারপাশেই রয়েছে আসাম রাজ্য।তার মাঝেই রয়েছে এই গ্রামটি ।ভারত স্বাধীন হওয়ার পরের থেকে এখানকার স্হানীয় বাসীন্দারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।যেহেতু এই গ্রামটি অবস্হিত গঙ্গাধর নদীর তীরে তাই বর্ষা এলেই শুরু হয় নদী ভাঙন। এবছর শুরু হয়েছে নদী ভাঙন ।নদী ভাঙন যেতে কৃষি জমি নদী গভ্রে চলে যাচ্ছে। গত বছর নদী ভাঙন ২টি প্রাথমিক বিদ্যালয় সহ কয়েক বিঘা জমি নদী গ্র্ভে চলে যায় । প্রশাসন কে জানিয়ে কোন লাভ হয়নি।দফায় দফায় সরকারি দপ্তর গুলিতে ডেপুটেশন দেওয়ার পর তারপর বাধ নির্মানের কাজের কোনো সুরাহা মেলেনি।দ্রুত বাঁধ মেরামত কাজ না করা হলে ২০২১ এর বিধানসভা নির্বাচন বয়কট ডাক দেবেন তারা ।