মদের দোকান থেকে উদ্ধার হল মালিকের মৃতদেহ

0
920

উত্তর দিনাজপুর:-মদের দোকান থেকে উদ্ধার হল মালিকের মৃতদেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার করনদিঘী থানার আলতাপুরে। মৃত ব্যাবসায়ীর নাম বলরাম সিংহ ( ৪৫)। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে করনদিঘী থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, করনদিঘী থানার বিহিনগর এলাকার বাসিন্দা বলরাম সিংহের আলতাপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে বিলিতি মদের দোকান রয়েছে। গতকাল সোমবার লকডাউন থাকার কারনে মদের দোকান বন্ধ ছিল। রাতের দিকে দোকান খোলেন বলরামবাবু। বলরাম বাবুর ভাই সত্যেন সিংহ জানিয়েছেন, দাদা রাতে মদের দোকান ঘরেই ঘুমোতেন। রাতে তার খাবার দিয়ে আসি। মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ দোকানে কয়েকজন মদ কিনতে আসলে দেখেন দরজা খোলা। ভিতরে গিয়ে তিনি ঘরের মেঝেতে বলরাম সিংহের মৃতদেহ পড়ে আছে। মদের দোকানের আলমারি ভাঙা, টাকা পয়সা সহ মোবাইল ফোন লুট করে নিয়ে গিয়েছে দুস্কৃতীরা। খবর পেয়েঘটনাস্থলে ছুটে আসে করনদিঘী থানার আইসি মলয় মজুমদার সহ বিশাল পুলিশবাহিনী। পরিবারের লোকেদের অভিযোগ বলরামবাবুকে শ্বাসরোধ করে খুন করে দোকানের টাকা পয়সা লুট করেছে দুস্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে করনদিঘী থানার পুলিশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here