শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ২ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর :- 1 দুষ্কৃতীকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে পুলিশ হেফাজত নেবার পর তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ অভিযুক্তের বাড়ির শোবার ঘরের গোপন ডেরা থেকে একটি মাস্কেট বন্দুক সহ দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার উত্তর নারায়ণপুর এলাকায়। পুলিশ বেশ কয়েকটি ঘটনার সঙ্গে যুক্ত থাকা অভিযুক্ত সুমন দাস কে নির্দিষ্ট ধারা দিয়ে মহকুমা আদালতে পাঠিয়েছে। পুলিশের তরফ এমন অভিযান চলতে থাকবে বলে জানানো হয়েছে।
গঙ্গারামপুর থানা সূত্রে খবর, গঙ্গারামপুর থানার (৩)২ বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর নারায়ণপুর এলাকার বাসিন্দা সুমন দাসের নামে অবৈধভাবে পিস্তল রাখা, খুনের চেষ্টা করা, গোলমাল পাকানো সহ বেশ কয়েকটি ঘটনার মামলায় নাম রয়েছে। কয়েকদিন আগে স্থানীয় থানার পুলিশ গোপন সূত্রে খবর পাই যে, অভিযুক্ত বাড়িতেই শোবার ঘরের গোপন ডেরায় সে একটি জায়গায় আত্মগোপন করে রয়েছে। পুলিশ গিয়ে সেদিন রাতেই ধারালো অস্ত্রসহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ধৃতকে আদালতে পাঠানোর সময় তাকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে ৭দিনের পুলিশি হেফাজতের আবেদন করে। গঙ্গারামপুর মহাকুমার আদালতের বিচারক তাকে চার দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করল তাকে।
গঙ্গারামপুর থানা সূত্রে খবর, পুলিশি হেফাজতে নেওয়ার পর তদন্তকারী অফিসার সুমন দাস কে জিজ্ঞাসাবাদে পরে মঙ্গলবার রাতে তার নারায়ণপুর এলাকার বাড়ির শোবার ঘরে যেখানে সে আত্মগোপন করে এতদিন রাতে শুয়ে থাকতো সেখান থেকে একটি মাস্কেট বন্ধুক ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। বুধবার তাকে আবার আদালতে পাঠানো হয়েছে।
গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু জানিয়েছেন, ধৃত অভিযুক্তের নামে বেশ কয়েকটি ধারায় মামলায় নাম ছিল। পুলিশ-হেফাজত নেবার পরে তার কাছ থেকে একটি মাস্কেট ও 2 রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এমন অভিযোগ চলতে থাকবে।