রায়গঞ্জ:-দাড়িভিট কাণ্ডের অভিশপ্ত দিন ২০ সেপ্টেম্বর থেকেই রায়গঞ্জের বিবেকানন্দ মোড় এলাকায় বাংলা ভাষা দিবস পালন করার পাশাপাশি দাড়িভিটে নিহত দুই ছাত্র রাজেশ ও তাপসের মৃত্যুর ঘটনার সিবিআই তদন্তের দাবিতে আন্দোলন শুরু করবে এবিভিপি। রাজ্যজুড়ে এবিভিপির বাংলা বাঁচাও কর্মসূচির অন্তর্গত এই সকল অনুষ্ঠান উত্তর দিনাজপুর জেলা থেকে কুড়ি তারিখে শুরু হবে। আগামীতে বিভিন্ন বিদ্যজনের কাছে রাজ্যজুড়ে সন্ত্রাস এবং ভয়াবহ বাতাবরণের পরিবেশ সৃষ্টির অভিযোগ তুলে কৃষ্ণ পত্র পেশ করবে এবিভিপি। মঙ্গলবার রায়গঞ্জের বাণিজ্য ভবনে একটি সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলার বাংলা বাঁচাও আন্দোলনের জেলা প্রমুখ শুভব্রত অধিকারী।শুভব্রতবাবু বলেন, আমরা আগামী কুড়ি সেপ্টেম্বর রায়গঞ্জে বিবেকানন্দ মূর্তি পাদদেশে রাজেশ-তাপসের মৃত্যুর তদন্তের দাবিতে সরব হয়ে অবস্থান-বিক্ষোভ করবো। সেদিন থেকেই উত্তর দিনাজপুর জেলায় বাংলা বাঁচাও কর্মসূচির উদ্বোধন হবে।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর দাড়িভিট কাণ্ডের অভিশপ্ত দিন ২০ সেপ্টেম্বর থেকেই রায়গঞ্জের বিবেকানন্দ মোড় এলাকায় বাংলা...