রায়গঞ্জ:–স্করপিও ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ১ জনের, আহত আরও ৪ জন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহারে ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃত যুবকের নাম মহম্মদ কাইউম (২০) । আহতদের রায়গঞ্জ ইটাহার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে আসা হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডালখোলার একটি বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করে ঝাড়খন্ডের পাকুর জেলার করনডাঙ্গার বাসিন্দা মহম্মদ কাইউম সহ বেশ কয়েকজন যুবক। মঙ্গলবার রাতে মহম্মদ কাইউম সহ পাঁচজন একটি ঝাড়খন্ডে নিজেদের বাড়িতে ফিরছিল। পথে উত্তর দিনাজপুর জেলার ইটাহারে ৩৪ নম্বর জাতীয় সড়কে খারাপ রাস্তা থাকার জন্য তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লেনে চলে যায়। সেইসময় উল্টোদিক থেকে আসা একটি ডাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে তাদের স্করপিও গাড়িটির। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে প্রথমে ইটাহার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। মহম্মদ কাইউমের অবস্থার অবনতি হলে তাঁকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে মৃত্যু হয় মহম্মদ কাইউমের। পুলিশের পক্ষ থেকে হতাহতদের বাড়িতে খবর দেওয়ার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ।