বন্যার জলে নষ্ট হয়ে ধান গাছ নিজেদের জমি থেকে তুলে এনে জেলা কৃষি দপ্তরের সামনে জমা জলে রোপণ করে বিক্ষোভ দেখাল ক্ষতিগ্রস্ত কৃষকেরা।

0
738

উত্তর দিনাজপুর:–বন্যার জলে নষ্ট হয়ে ধান গাছ নিজেদের জমি থেকে তুলে এনে জেলা কৃষি দপ্তরের সামনে জমা জলে রোপণ করে বিক্ষোভ দেখাল ক্ষতিগ্রস্ত কৃষকেরা। সিপিএম এর কৃষক সংগঠন ” সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে বন্যায় হাজার হাজার হেক্টর জমির ধানের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল। রায়গঞ্জ কর্নজোড়ায় জেলা কৃষি দপ্তরে চাষীদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে শামিল হন সারা ভারত কৃষক সভা। জেলা কৃষি দপ্তরে ঘেরাও বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন উত্তর দিনাজপুর জেলা বামফ্রন্টের আহ্বায়ক কৃষক সভার নেতা অপূর্ব পাল।

একটানা কদিনের প্রবল বৃষ্টিতে মহানন্দা, কুলিক, নাগর, সুধানি ও সুই নদীর জলে প্লাবিত হয়ে গিয়েছে উত্তর দিনাজপুর জেলার বিস্তীর্ণ এলাকা। হাজার হাজার হেক্টর জমির ধান জলের তলায় পচে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে। জেলাজুড়ে প্রায় ৫০ কোটি টাকার ধান নষ্ট হয়ে সমূহ ক্ষতির মুখে পড়েছেন জেলার চোপড়া থেকে ইটাহার সবকটি ব্লকের কৃষকেরা। অথচ রাজ্যের সরকার এই ক্ষতিগ্রস্ত কৃষকদের কোনও সাহায্য সহযোগিতা করছেনা। কৃষক সভার নেতা তথা উত্তর দিনাজপুর জেলা বামফ্রন্টের আহ্বায়ক অপূর্ব পাল অভিযোগ করে বলেন, মাস্তানি গুন্ডামি করে গ্রামের পঞ্চায়েতগুলো দখল করেছ্র তৃনমূল কংগ্রেস। সেই দলের নির্বাচিত প্রতিনিধিরা কৃষকদের স্বার্থে কোনও কাজ করছেনা। কিন্তু বিডিও বা কৃষি দপ্তরের আধিকারিকেরা ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসলের ক্ষতির পরিমান যাতে খতিয়ে দেখে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেয় সেই দাবি নিয়ে সোমবার রায়গঞ্জ কর্নজোড়ায় জেলা কৃষি দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখাল সিপিএম এর কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা। ক্ষতিগ্রস্ত কৃষকেরা তাদের জমির নষ্ট হয়ে যাওয়া ধানের গাছ নিয়ে এসে কৃষি দপ্তরের সামনে জমা জলে তা পুঁতে বিক্ষোভ দেখান। অবিলম্বে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতির পরিমান খতিয়ে দেখে তাদের সাহায্য সহযোগীতার দাবি জানায় সারা ভারত কৃষক সভা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here