রাজ্যজুড়ে ডাকা ৭২ ঘন্টা ট্রাক ধর্মঘটের কোন প্রভাবই পড়লো না হিলি আন্তর্জাতিক স্থলবন্দরে

0
739

রাজ্যজুড়ে ডাকা ৭২ ঘন্টা ট্রাক ধর্মঘটের কোন প্রভাবই পড়লো না হিলি আন্তর্জাতিক স্থলবন্দরে। একশোর বেশি মালবোঝাই লরি গেল বাংলাদেশে।

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১২ অক্টোবর— ৭২ ঘন্টা ট্রাক ধর্মঘটের কোন প্রভাব পরল না ভারত-বাংলাদেশের হিলি সীমান্তে। প্রতিদিনের মতো স্বাভাবিক ছন্দেই প্রায় ১০০এর বেশি লরি হিলি ট্রাক টার্মিনাস ছেড়ে বাংলাদেশে পাড়ি দিয়েছে। যদি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাইনি হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশন কতৃপক্ষ। 


    কেন্দ্রের নয়া পরিবহন নীতি লাগু সহ বিভিন্ন  ইশ্যুতে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরেও ৭২ ঘন্টার ট্রাক  ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোশিয়েশন। এই ধর্মঘটের ফলে জেলার পন্য পরিবহনে সমস্যার সৃষ্টি হলেও ভারত বাংলাদেশ সীমান্তের হিলি স্থল বন্দরে তার কোন প্রভাবই এদিন লক্ষ্য করা যায় নি। প্রতিদিনের মতো সোমবার হিলি বন্দর দিয়ে স্বাভাবিক ছন্দেই লরি চলাচল করছে। একশোরও বেশি মালবোঝাই লরি এদিন হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। যদিও হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের দাবি, যে সমস্ত লরি আগে থেকে হিলি ট্রাক টার্মিনাসে এসেছিল সেই গাড়িগুলোকেই এদিন ছাড়া হয়েছে। বাইরে থেকে কোন গাড়ি ঢুকতে দেওয়া হয়নি হিলিতে। বিষয়টি নিয়ে তেমন কোনো মন্তব্য করতে চাননি হিলি এক্সপোর্টার্স এসোসিয়েশন কর্তৃপক্ষ।

  ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোশিয়েশনের তরফে রাজ্য নেতা দিলীপ গুহ জানিয়েছেন, কেন্দ্রীয় নির্দেশকে মান্যতা দিয়ে নতুন পরিবহন আইন লাগু করতে হবে এ রাজ্যে। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবে তাদের সংগঠন। ভবিষ্যতে ভোট বয়কটের মতো সিদ্ধান্তেও যেতে পারেন তারা সকলে।
    হিলির ট্রাকচালক উজ্জ্বল মহন্ত জানিয়েছেন, ধর্মঘটের কোন বিষয় তিনি জানেন না। মালবোঝাই লরি নিয়ে বাংলাদেশে যাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here