তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি রামেজ রেজা সরকার কে তার পদ থেকে সরিয়ে দিয়ে জাকির হোসেনকে সেই পদে বসালেন জেলা সভাপতি

0
823

   শীতল চক্রবর্তী গঙ্গারামপুর, ১৩ অক্টোবর, দক্ষিণ দিনাজপুর:-তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতির পরিবর্তন করা হল। মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অতনু রায় গঙ্গারামপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে হরিরামপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রামেজ রেজা সরকারকে তারপর পদ থেকে সরিয়ে দিয়ে জাকির হোসেনকে নতুনভাবে হরিরামপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি করা হয়েছে। সংগঠনের স্বার্থে এমন পরিবর্তন বলে ছাত্র পরিষদের জেলা সভাপতি জানিয়েছেন।                    

              এদিন গঙ্গারামপুরের তৃণমূলের দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অতনু রায় এই পরিবর্তনের কথা জানান। এদিন তিনি জানিয়েছেন, হরিরামপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রামেজ রেজা সরকারকে তার পথ থেকে সরিয়ে দিয়ে জাকির হোসেনকে নতুনভাবে হরিরামপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি করা হয়েছে। হরিরামপুর কলেজ ইউনিটের দুইজন কনভেনার টিঙ্কু মাহাতো, হুমায়ুন কবির কাজ করবে। বাকি ব্লক কমিটি এখনই ঘোষণা করলাম না। তৃণমূল ছাত্র পরিষদের হরিরামপুর ব্লকের অঞ্চল কমিটি গুলিতে কোন পরিবর্তন করা হয়নি,আগে যা ছিল এখন তাই থাকবে।আগামী দিনে ব্লক কমিটি নিয়ে দু-একটি নাম বিয়োজন ও সংযোজন হবে। বাকি ব্লক কমিটি কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে।                              

     তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অতনু রায় জানিয়েছেন, সংগঠনের স্বার্থে ব্লক তৃণমূল ছাত্র পরিষদ এমন সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ছাত্র সংগঠন আমাদের আরো শক্তিশালী হবে।              

  এমন সাংবাদিক বৈঠকে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অতনু রায় ছাড়াও, গঙ্গারামপুর টাউন তৃণমূল সভাপতি  অশোক বর্ধন, হরিরামপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি জাকির হোসেন সহ বিশিষ্ট তৃণমূল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here