বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গাপূজায় নিজের লোকসভা কেন্দ্রের দুস্থ ও গরীব মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী

0
642

রায়গঞ্জ:-বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গাপূজায় নিজের লোকসভা কেন্দ্রের দুস্থ ও গরীব মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। রায়গঞ্জ শহরের মহাত্মা গান্ধী রোডে বিজেপির জেলা কার্যালয়ে রবিবার দুস্থদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন, আজ এখন রায়গঞ্জ জেলা কার্যালয়ে বস্ত্র বিতরণ করা হলো এবং রাতে ইসলামপুরে বস্ত্র বিতরণ করা হবে। বিরোধীরা তাঁর এই বস্ত্র বিতরণ নিয়ে বিরোধীরা ভোটের রাজনীতি করছেন বলে অভিযোগ তুললে মন্ত্রী জানান, বিরোধীদের কাজই হল নিকৃষ্টতম বদনাম দেওয়ার। করোনা আবহে তিনি নিজের জীবনকে বাজি রেখে মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলেন কিন্তু শাসকদল ও রাজ্য পুলিশ প্রশাসন তাঁকে এক মাস ৭ দিন ঘরে আটকে রেখেছিল। এখন যখন আমি মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদ্যোগ নিয়েছি তা নিয়ে রাজনীতি করছে বিরোধীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here