ডাক্তার, নার্স,স্বাস্থ্য কর্মীর পর এবার করোনা যোদ্ধা হিসাবে প্রথম সারিতে কাজ করা পুলিশ কর্মীদের করোনা ভ্যাকসিন দেওয়া হলো শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এর ট্যুরিস্ট লজে ।

0
642

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর,,দক্ষিণ দিনাজপুর,৫ফেব্রুয়ারী:-ডাক্তার, নার্স,স্বাস্থ্য কর্মীর পর এবার করোনা যোদ্ধা হিসাবে প্রথম সারিতে কাজ করা পুলিশ কর্মীদের করোনা ভ্যাকসিন দেওয়া হলো শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এর ট্যুরিস্ট লজে ।যেখানে থানার আইসি সহ অন্যান্য পুলিশ অফিসার ও সিভিক ভলেন্টিয়ার কর্মীরা ভ্যাকসিন নেন।ভ্যাকসিন পেয়ে কিছুটা স্বস্থি পুলিশ কর্মীরা।


দেশ জুড়ে করোনা র তান্ডপ দেখেছেন দেশবাসী।প্রতিদিনই মানুষ আতঙ্কের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করছিলেন।ডাক্তার , নার্স, স্বাস্থ্য কর্মী মত করোনা যোদ্ধা হিসাবে পুলিশ কর্মীরা তাদের কর্তব্য পালন করে গিয়েছেন।করোনা ভাইরাসের চরম আতঙ্কের মধেও ডিউটি থেকে পা পিছিয়ে নেন নি পুলিশ কর্মীরা।সেই মোতাবেক মানুষজনের সচেতন করার পাশাপাশি সেই সময় সমস্যার মধ্যে পড়া লোকজনদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন গঙ্গারামপুর থানার পুলিশ ।বর্তমান সময়ে করোনা আতঙ্ক কিছুটা কম বলে মনে করছেন অনেকেই।সরকারের তরফে করোনা ভাইরাসের ভ্যাকসিনও প্রদান করা শুরু হয়েছে।জেলার ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মীরা ইতিমধ্যে ভ্যাকসিন নিয়েছেন। ডাক্তার, নার্সের পর শুক্রবার গঙ্গারামপুর ট্যুরিস্ট লজে গঙ্গারামপুর থানার পুলিশ কর্মীদের করোনা ভ্যাকসিন দেওয়া হয়।এদিন ভ্যাকসিন নিতে আতঙ্ক থাকা কিছু কর্মীদের উদ্যেশ্যে আতঙ্ক দূরীকরণের জন্য গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু সর্ব প্রথম নিজের শরীরে ভ্যাকসিন নেন,থানার আইসি সুস্থ বোধ করায় একে একে বাকিরা ভ্যাকসিন নিতে শুরু করেন।যেখানে থানার সাব ইন্সপেক্টর আজিজা খাতুন,বিনয় মণ্ডল সহ সিভিক ভলেন্টিয়ারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here