জেলার মধ্যে গঙ্গারামপুর শহরের ফুটবল ময়দানে সাত দিন ধরে চলা জেলার সবলা মেলা অন্যরকম মাত্রা এনে দিল।খুশি গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর জেলা বাসীরও

0
533

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর 7 জানুয়ারি দক্ষিণ দিনাজপুর ۔জেলার সবলা মেলা গঙ্গারামপুরে রেকর্ড সুনাম অর্জন করেছে বলে মহুকুমাবাসীর পাশাপাপাশি জেলাবাসী দাবি করেছেন। 7দিন ধরে চলা দক্ষিণ দিনাজপুর জেলার সবলা মেলা গঙ্গারামপুর শহরের ফুটবল ময়দানে 6তম দিনেও শহরের বাসিন্দারা সকলেই এমন মেলায় অংশগ্রহণ করে আলাদা মাত্রা পেয়েছে । প্রশাসনের তরফে জানানো হয়েছে যে,আগামী দিনগুলো তুলনায় জেলার এই সবলা মেলা গঙ্গারামপুরের এবছরের মেলায় মানুষজনের মধ্যে অন্যরকম সাড়া ফেলেছে। যা এমন মেলার মধ্য দিয়ে বিনোদনের পাশাপাশি যে কারণে এই মেলার আয়োজন করা তার সার্থক রূপপেয়েছিল বলেই মনে করছেন অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here