জলপাইগুড়ি, ফেব্রুয়ারী ৮:- পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির বিরূদ্ধে অভিনব প্রতিবাদ জলপাইগুড়িতে। সোমবার পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে জলপাইগুড়ি তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অভিনব বিক্ষোভ করা হয়। এদিন শহরের থানা মোড় থেকে একটি সাইকেল রেলি বের করে ডিবিসি রোডের একটি পেট্রোল পাম্পে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান তৃণমুল ছাত্র পরিষদের সদস্যরা। এ বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য দেবজিৎ সরকার বলেন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাদের এই আন্দোলন। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। এছাড়া বেশকিছু বাইক আরোহী এবং পেট্রোল পাম্পের কর্মচারীদের মিষ্টিমুখ করিয়ে অভিনব প্রতিবাদে সামিল হন তারা। অবিলম্বে পেট্রোল-ডিজেলের মূল্য কমানোর দাবি জানানো হয়েছে।
Home বাংলা উত্তর বাংলা পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির বিরূদ্ধে অভিনব প্রতিবাদ জলপাইগুড়িতে। সোমবার পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির...