মাথাভাঙ্গা কলেজের সামনে ক্যাজুয়াল কর্মীদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি ।তাদের দাবি তারা ৭০ দিন অনশনের পর তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় পশ্চিমবঙ্গ সরকার ।কিন্তু পরবর্তীতে ভোটের পর তাদের দাবি দাবা পূরণ করার কথা বলে কিন্তু তারা চান ভোটের আগেই তাদের দাবি যেনো পূরণ করে সরকার।চাকরির নিশ্বয়তা,উপযুক্ত বেতন কাঠামো ৬০ বছর পর্যন্ত চাকরি স্থায়ী করন এইসব দাবিতে তারা অবস্থান বিক্ষোভ করছেন কলেজে সামনে । যতদিন দাবি মানা না হবে তারা অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন। এছাড়া দিনহাটা ,কোচবিহার সহ জেলার অন্যান্য কলেজ গুলোতে তাদের কর্মসূচি চলছে ।