জমি জটে আটকে থাকার কারণে হাসপাতাল পাড়া ও রবীন্দ্রভবনের মধ্যবর্তী করলা নদীর উপর সেতুর কাজ অসম্পূর্ণ হয়ে রয়েছে।

0
542

জলপাইগুড়ি:- জমি জটে আটকে থাকার কারণে হাসপাতাল পাড়া ও রবীন্দ্রভবনের মধ্যবর্তী করলা নদীর উপর সেতুর কাজ অসম্পূর্ণ হয়ে রয়েছে। পাশাপাশি সুনিতি বালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে সেতুর কাজ সম্পূর্ণ হলেও নির্বাচন ঘোষণা হওয়ার কারণে সেতু উদ্বোধন করা সম্ভব হচ্ছে না। ফলে সমস্যায় জলপাইগুড়ি শহরের অসংখ্য মানুষ। জলপাইগুড়ি শহরে প্রতিদিনই যানবাহন এবং মানুষের ভিড় বাড়ছে। সেতুগুলি চালু না হওয়ার কারণে দিনবাজারে একটি সেতুর উপর চাপ পড়ছে যথেষ্ট। স্থানীয় বাসিন্দারা জানালেন, শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে তৈরি করা হচ্ছিল সেতুটি। প্রায় 10 বছর আগে সেতু নির্মাণ শুরু হলেও এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। কবে এই সেতু সম্পন্ন হবে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা বলে জানান তারা। এ বিষয়ে এসজেডিএর চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন জানান, ওই এলাকার ১৪ জন জমি তাদের দান করেছেন সেতুর জন্য। কিন্তু আরও দুজন জমি দান করেন নি। ফলে জমির সমস্যা না মেটায় সেতুর কাজ সম্পন্ন করা যাচ্ছেনা। তবে তিনি আশা প্রকাশ করেছেন, খুব দ্রুতই জমি সমস্যা মিটবে এবং সেতুর কাজ সম্পন্ন হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here