প্রশিক্ষণ কেন্দ্র খুলে চাকরির টোপ দিয়ে টাকা তোলার দায়ে গ্রেপ্তার তিন অভিযুক্ত, পতিরাম থানার পুলিশের জালে প্রতারক চক্র

0
740

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৭ মার্চ–––  বিজনেস ম্যানেজমেন্ট কোর্স করিয়ে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার তিন । দক্ষিণ দিনাজপুর জেলার পারপতিরাম এলাকার ঘটনা । পুলিশ জানিয়েছে ধৃতদের নাম বাপী বর্মন, অভিজিৎ মন্ডল এবং লীনা দাস । বাপী তপনের বাসিন্দা হলেও বাকি দুই জন উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা । শনিবার ধৃতদের বালুরঘাট জেলা আদালতে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পতিরাম থানার পুলিশ । 

পুলিশ সূত্রের খবর, সম্প্রতি পারপতিরাম এলাকায় গৌতম সাহার বাড়িতে ঘর ভাড়া নিয়ে একটি প্রশিক্ষণ সেন্টার খোলেন অভিযুক্তরা । সেখান থেকে বিজনেস ম্যাজেনমেন্টের কোর্স করিয়ে চাকরি দেওয়ার নামে চার জনের কাছে ২৩ হাজার টাকা করে তুলে নেয় অভিযুক্তরা । যাদের মধ্যে দুই জন দক্ষিণ দিনাজপুর জেলার তপনের বাসিন্দা অপর দুই জন দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা । এদিকে একই কায়দায় পতিরামের বিদয়পুরের বাসিন্দা শীতেশ মন্ডলের কাছেও চাকরি দেওয়ার নাম করে ৭ হাজার টাকা নেয় অভিযুক্তরা । বাকি টাকা নেওয়ার জন্য চাপ সৃষ্টি করলেই বিষয়টি পতিরাম থানায় জানিয়ে লিখিত অভিযোগ করেন  ওই যুবক । যার পরেই এক বিশেষ অভিযান চালিয়ে ওই প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে পতিরাম থানার পুলিশ । 

পতিরাম থানার ওসি বিরাজ সরকার জানিয়েছেন, লিখিত অভিযোগ পেয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে । ধৃতদের আদালতে পাঠিয়ে ঘটনার পুর্নাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে । ***

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here