“ধর্মযুদ্ধের ঘোষণা হচ্ছে ব্রিগেডের ময়দান থেকে। শ্রীকৃষ্ণ আসছেন, আর পশ্চিমবঙ্গের মাটিতে অর্জুন রয়েছেন দিলীপ ঘোষ।

0
468

জলপাইগুড়ি:- “ধর্মযুদ্ধের ঘোষণা হচ্ছে ব্রিগেডের ময়দান থেকে। শ্রীকৃষ্ণ আসছেন, আর পশ্চিমবঙ্গের মাটিতে অর্জুন রয়েছেন দিলীপ ঘোষ। তাঁর নেতৃত্বে আমরা লক্ষ্যভেদ করব। পশ্চিমবঙ্গ সোনার বাংলা বানাবো। প্রত্যেকের মুখে আমরা হাসি ফোটাবো।” বিজেপির রবিবারের ব্রিগেড সমাবেশ নিয়ে এমনই মন্তব্য করলেন জলপাইগুড়ি জেলা বিজেপির সহ সভাপতি অলক চক্রবর্তী। এদিন ডিবিসি রোডের জেলা পার্টি অফিসে বড় স্ক্রিনে ব্রিগেড ময়দানের সম্পূর্ন লাইভ অনুষ্ঠান সম্প্রচার করার ব্যবস্থা করা হয়েছিল। বিভিন্ন কাজের জন্য যারা ব্রিগেডে যেতে পারেননি, তারা এদিন পার্টি অফিসে জমায়েত হয়ে ব্রিগেড এর খবর নজর রাখছিলেন বড় পর্দায়। জেলা সহ-সভাপতি বলেন, তাদের মন এবং হৃদয় পৌঁছে গেছে ব্রিগেডে, কিন্তু শরীর পড়ে রয়েছে এখানে। এদিনের ব্রিগেড সমাবেশ ঐতিহাসিক সমাবেশ বলে আখ্যায়িত করেন তিনি। গণতন্ত্রের পুনরুদ্ধার ও বেকার ভাই-বোনদের কাজের উদ্দেশ্যেই তাদের এই স্বপ্নপূরণের যাত্রা চলতে থাকবে। সবকিছুরই শুভ সূচনা হবে এদিনের ব্রিগেডের ময়দান থেকে বলে জানান অলোক বাবু। যারা মোদীজিকে এখান থেকে শুনতে চান বা যারা যেতে পারেনি তাদের জন্য একটি বড় স্ক্রিনের মাধ্যমে জেলা পার্টি অফিসে দেখার ব্যবস্থা করা হয়েছে। পার্টি অফিসের বাইরে জনসাধারণের জন্য পরামর্শ দানের একটি কার্ডের ব্যবস্থা করা হয়েছিল। এদিনের কর্মসূচিতে শ্যাম প্রসাদ ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here