জলপাইগুড়ি বজরাপাড়া জামে মসজিদকে নতুনভাবে তৈরি করার প্রয়াস শুরু হলো রবিবার।

0
578

জলপাইগুড়ি:- জলপাইগুড়ি বজরাপাড়া জামে মসজিদকে নতুনভাবে তৈরি করার প্রয়াস শুরু হলো রবিবার। জেলার বিভিন্ন মসজিদগুলির মধ্যে বজরাপাড়ার জামে মসজিদ অন্যতম। প্রায় 50 বছর সেটি পুরনো মসজিদ থাকলেও ফের নতুন করে এটির সংস্কার ও নতুন বিল্ডিং তৈরির কাজ শুরু হল এ দিন থেকে। এবার মসজিদে একসাথে বেশী সংখ্যক মানুষ নামাজ পড়তে পারবেন। প্রায় 400 থেকে 500 মানুষ এখানে নামাজ পড়তে পারবেন বলে মসজিদ সূত্রে খবর। এদিন মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ শুরু করা হয়। প্রচুর মানুষ উপস্থিত হয়েছিলেন এই কর্মসূচিতে। চার থেকে পাঁচ তলা পর্যন্ত ফাউন্ডেশন করা হয়েছে মসজিদের। ভবিষ্যৎ প্রজন্ম যাতে পরবর্তী সময়ে মসজিদ আরও সংস্কার করতে পারেন সেই লক্ষ্যেই কাজ করা হয়েছে। বজরা পাড়া মসজিদ কমিটির আহ্বায়ক শেখ আলমগীর আলী বলেন, আগামীতে রমজান মাস রয়েছে। তাই সেদিকে লক্ষ্য রেখে মসজিদ উদ্বোধনের কাজ দ্রুত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here