রাজনীতির আঙিনার পর এবার বিয়ে বাড়ির শোভাযাত্রার নাচে জায়গা করে নিল ” খেলা হবে ” ভাইরাল স্লোগান।

0
614

রায়গঞ্জ:-রাজনীতির আঙিনার পর এবার বিয়ে বাড়ির শোভাযাত্রার নাচে জায়গা করে নিল ” খেলা হবে ” ভাইরাল স্লোগান। রায়গঞ্জ শহরের বেশ কয়েকটি বিয়ের বরকনে নিয়ে যাওয়ার শোভাযাত্রায় ডিজে তে বাজল ” খেলা হবে ” স্লোগান আর তার সাথে চলল উদ্দাম নাচ। তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশু ভট্টাচার্যের এই গান ও গানের তালে যুবক যুবতীদের নাচ এখন রায়গঞ্জ শহরে ভাইরাল। যদিও বর বা কনে পক্ষের মতে এটা নিছকই একটা আনন্দের নাচাগানার গান হিসেবেই তারা বাজিয়ে আনন্দ উৎসবে মেতে উঠছেন।

তৃনমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের ভাইরাল হওয়া স্লোগান ” খেলা হবে ” তৃণমূল কংগ্রেসের ছোট থেকে বড় সব রাজনৈতিক সভামঞ্চেই শোনা যাচ্ছে। সরস্বতী পুজোর ভাসান কিংবা নানান ফাংশনেও শোনা গেছে রাজনীতির গান ” খেলা হবে “। কিন্তু এবার বিয়ে বাড়ির জমজমাট শোভাযাত্রায় ভাইরাল হল দেবাংশুর গান। এমনই দৃশ্য ও শ্রবণের সাক্ষী হয়ে রইলো রায়গঞ্জবাসী। রায়গঞ্জ শহরের বেশ কয়েকটি বিয়ের বরকনে নিয়ে যাওয়ার শোভাযাত্রায় ডিজে তে বাজল ” খেলা হবে ” গান। আর সেই খেলা হবে গানের সাথে বরযাত্রীর চলল উদ্দাম নাচ। রায়গঞ্জের এমনই এক কনে বরণের শোভাযাত্রায় স্বয়ং পাত্র জানালেন, গানটা ভালো লাগে আনন্দের তাই সবাই সেই গান বাজিয়ে নেচে গেয়ে আনন্দ করছে। পাত্রের ভাই সঞ্জু পাশমান জানালেন, এটা কোনও রাজনৈতিক দলের স্লোগান বা গান হতে পারে কিন্তু আমরা এটাকে আনন্দ করে গান হিসেবেই দেখছি। এরসাথে রাজনীতির কোনও সম্পর্ক নেই। এই গানের মাধ্যমে নিছকই আনন্দ ও মজা করতেই এই ” খেলা হবে ” গান বাজানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here