কোচবিহার:-গতকাল গভীর রাতে কোচবিহার শহরের মরাপড়া এলাকায় একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে দমকলের একটি ইঞ্জিন ও কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।তবে বাড়ি মালিকের খোঁজ পাওয়া যায়নি । ঘটনা নিয়ে রহস্য ডানা বেধেচ্ছে ।
স্থানীয় বাসিন্দাদের মত হটাত জোরে আবাজ সোনা যায় । পরে তারা দেখেন ওই ঘর থেকে আগুন ছিটা বের হচ্ছে ।কিচ্খনের মধ্যে আগুন ভয়াবহ রূপ নিয়ে নেয় । পরে তারা দমকল কে খবর দিলে দমকল এসে আগুন নিয়নত্র করে ।ঘটনায় কোন হতাহতের খবর নেই ।দমকল আধিকারিক প্রাথমিক অনুমান শট সক্রিয় কারনে আগুন লেগেছে ।
Home বাংলা উত্তর বাংলা গতকাল গভীর রাতে কোচবিহার শহরের মরাপড়া এলাকায় একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনায়...