কোচবিহার :-শীতলকুচির নগরলাল বাজার বটতলা এলাকায় বিজেপি কর্মীর বাড়ির সামনে থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শুক্রবার সকালে । বিজেপি কর্মী সাহিদার রহমান জানান এদিন সকালে পরিবারের সদস্যরা বোমা দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । তারা পরিবারের সদস্যরা জানান সকালে তারা একটি ব্যাগ বাড়ির সামনে পরে দেখেন ওই ব্যাগে বোমা রয়েছে। কে বা কারা রেখেছে তা তারা বলতে পারছেন না । তবে নির্বাচনের আগে সাহীদার রহমানের বাড়িতে বোমা পাওয়া নিয়ে তার ছেলে দাবি করেন যে বিরোধী দল করেন বাবা তাই ফাঁসানোর জন্য চক্রান্ত করা হচ্ছে ।পরিবারের পক্ষ থেকে শীতলকুচি থানায় খবর দেওয়া হয়।পুলিশ এসে বম উদ্ধার করে নিয়ে যায়।
Home বাংলা উত্তর বাংলা শীতলকুচির নগরলাল বাজার বটতলা এলাকায় বিজেপি কর্মীর বাড়ির সামনে থেকে বোমা উদ্ধারের...