রায়গঞ্জ:-বিজেপির প্রাক্তন যুব মোর্চার জেলা সভাপতিকে মারধর করার প্রতিবাদে ও ঘটনার সাথে যুক্ত তৃণমূল কংগ্রেস আশ্রিত দুস্কৃতীদের গ্রেফতারের দাবিতে রায়গঞ্জ শহরে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকেরা। বেলা ১ টা নাগাদ রায়গঞ্জ শহরের প্রানকেন্দ্র মহাত্মা গান্ধী রোডে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে বিজেপির এই অবরোধের জেরে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ।
বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ শহরের ২২ নম্বর ওয়ার্ডের দক্ষীন বীরনগর এলাকায় নিজের বাড়ির সামনে কুকুরদের খাবার দেওয়ার জন্য বাড়ি থেকে বের হতেই একদল দুস্কৃতী বিজেপি যুব মোর্চার প্রাক্তন জেলা সভাপতি ভক্ত মন্ডলকে ব্যাপক মারধর করে। অভিযোগ তৃনমূল আশ্রিত দুস্কৃতীরা তাঁর উপর হামলা চালিয়েছে। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুর ১ টা নাগাদ রায়গঞ্জ শহরের ব্যাস্ততম এলাকা বিজেপি জেলা কার্যালয়ের সামনে মহাত্মা গান্ধী রোড অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকেরা। এই হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকেও পথ অবরোধ কর্মসূচি পালন করে বিজেপির যুব মোর্চা। রায়গঞ্জ শহরে পথ অবরোধ কর্মসূচির নেতৃত্ব দেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। বিশ্বজিৎ বাবু বলেন, তৃনমূল যুব নেতা সানকিং দাসের নেতৃত্বে এই হামলা করা হয়েছে। রায়গঞ্জ পুরসভার ২২ নম্বর ওয়ার্ড তৃনমূল সন্ত্রাসবাদীদের আঁতুড়ঘর ঘর হয়েছে বলে অভিযোগ করেন বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। তাঁর হুমকি যদি পুলিশ সানকিং দাস সহ দুস্কৃতীদের গ্রেফতার না করে তাহলে বিজেপি পালটা আক্রমণ করবে।