জীবনের ঝুঁকি নিয়ে দেড় বছর সাপ ধরবার কাজ করেও পারিশ্রমিক দেয় নি পুরসভা, ফেসবুক পোস্ট করে ক্ষোভ প্রকাশ বালুরঘাটের কিঙ্কর দাসের

0
1352

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২০ মার্চ––––   বিগত দেড় বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে সাপ ধরবার কাজ করে এক টাকাও পায়নি পৌরসভার এক অস্থায়ী কর্মী । প্রতিবাদ জানিয়ে  নিজের ফেসবুক পেজ থেকে পোষ্ট করে পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগড়ালেন বালুরঘাটের যুবক ।  বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের রঘুনাথপুর এলাকার বাসিন্দা কিংকর দাসের এমন পোষ্ট কে ঘিরে রীতিমতো আলোড়ন পড়েছে শহরে । যা নিয়ে কিছুটা অস্বস্তিতে পড়েছেন পুর কর্তৃপক্ষ । 

জানাগেছে, ২০১৮ সাল থেকে পুরসভায় অস্থায়ী কর্মী হিসাবে কাজে যোগ দেন  বালুরঘাটের রঘুনাথপুরের ওই যুবক কিঙ্কর দাস ।  জীবণের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের সুবিধার্থে বিভিন্ন এলাকা থেকে বিষধর নানান প্রজাতির সাপ ধরে নিরাপদ স্থানে রেখে আসতেন তিনি । কিন্তু দীর্ঘ দিন কাজ করার পরেও পুরসভার তরফে দেওয়া হয়নি কোন পারিশ্রমিকই । দিনের পর দিন বঞ্চিত করা হয়েছে তাকে বলেও অভিযোগ । বিষয়টি নিয়ে পুরসভা কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানিয়েও কোন সুফল পাননি শহরের ওই বাসিন্দা বলেও অভিযোগ । যারপরে একপ্রকার বাধ্য হয়েই এদিন নিজের ফেসবুক পেজ থেকে ওই পোষ্ট করেছেন কিঙ্কর দাস । আর যাকে ঘিরেই রীতিমতো শোরগোল পড়েছে জেলার সদর শহরে। ভোটের আগে এমন ঘটনা সামনে আসায় কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে পুর কতৃপক্ষও।
কিংকরবাবু জানিয়েছেন, দীর্ঘদিন কাজ করেও কোন পারিশ্রমিক দেয়নি বালুরঘাট পুরসভা। সাপ উদ্ধার কর্মী হিসাবেই দেড় বছর কাজ করেছেন তিন। পারিশ্রমিকের জন্য বারবার আবেদন জানিয়েও কোন কাজ হয়নি। আর সেই জন্যই ঘটনা প্রকাশ্যে আনতে ফেসবুকে পোষ্ট করেছেন ।

বালুরঘাট পৌর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here