পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২১ মার্চ––––– নির্বাচনের মুখে আর এস পি – তৃণমূলে ভাঙন বালুরঘাটে। তিনবারের জয়ী প্রাক্তন আর এস পি দলের কাউন্সিলরের দলবদলে রীতিমতো অস্বস্তিতে পড়েছে বামফ্রন্টের এই মেজো শরিক। একইসাথে ছাত্র ও যুবনেতাদের দল ছাড়ার ঘটনায় কিছুটা শোরগোল পড়েছে শাসক শিবিরেও। যদিও বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে চান আর এস পি ও তৃণমূল কেউই। রবিবার আরএসপি দলের দীর্ঘদিনের কাউন্সিলর পিনাকি বোস ও একসময়ে তৃণমূলের অন্যতম যুব ও ছাত্র নেতা হিসাবে পরিচিত থাকা বাবুন শর্মা ও বাবুসোনা অধিকারী সহ তার দলবলের গেরুয়া শিবিরে যোগদানের ঘটনায় আলোড়ন পড়ে। যদিও বিজেপির দাবি, এদিন আর এস পি ও তৃনমুল ছাত্রপরিষদের নেতা কর্মী মিলিয়ে প্রায় ৫০ জন বিজেপির পতাকা তুলে নিয়েছে। বালুরঘাটে বিজেপি দলীয় কার্যালয়ে এদিন তাঁদের হাতে পতাকা তুলে দেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার । উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি বিনয় বর্মন ও জেলার প্রাক্তন সভাপতি শুভেন্দু সরকার সহ অন্যান্যরা। ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে থেকেই দল বদলের পালা শুরু হয়ে গিয়েছিল বাংলায়। রাজ্য রাজনীতির বহু হেভিওয়েট নেতাও তাদের অবস্থান বদলেছেন। যে তালিকায় বাদ নেই দক্ষিন দিনাজপুর জেলাও । জেলার সদর শহর বরাবরই বামেদের শক্তঘাটি হিসাবে পরিচিত। আর সেখানেই নির্বাচনের আগে দলের পুরোনো নেতাদের এমন দল ছাড়ার ঘটনায় যথেষ্টই অস্বস্তিতে পড়েছে আর এস পি দল। বালুরঘাট পুরসভার একটানা তিন বারের কাউন্সিলর পিনাকী বোস ও ওই দলের শ্রমিক সংগঠনের নেতা জোতি বিকাশ সহ তৃনমুল ছাত্র পরিষদের ও যুব তৃণমূলের বেশকিছু নেতা কর্মী এদিন বিজেপির পতাকা তুলে নিয়েছেন।
বালুরঘাটের সাংসদ তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন এতে দলের প্রচুর শক্তি বৃদ্ধি হবে। নবাগতদের নিজ নিজ এলাকায় কাজে লাগানো হবে ।
আর এস পির প্রাক্তন কাউন্সিলর পিনাকি বোস জানিয়েছেন, নরেন্দ্র মোদীর উন্নয়ন মুলক কাজকর্মের প্রতি আকৃষ্ট হয়েই জনগনের জন্য কাজ করতে বিজেপি দলে যোগ দিয়েছেন।
যদিও এই যোগদানের বিষয়ে আর এস পি নেত্রী তথা বালুরঘাটে বাম জোটের প্রার্থী সুচেতা বিশ্বাস জানিয়েছেন, অনেকদিন আগে থেকেই দলের সাথে সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছিলেন ওইসব নেতারা। যাদের যাওয়াতে কোন ক্ষতিই হবে না দলের।
তৃণমূলের কো অর্ডিনেটর সুভাষ চাকী বলেন, দল বিরোধী কাজের জন্য ওইসব নেতাদের অনেকদিন আগেই সরিয়ে দেওয়া হয়েছে।