গঙ্গারামপুর বিধান সভার সংযুক্ত মোর্চার মনোনীত প্রার্থী নন্দলাল হাজরা কর্মীসভা ও মিছিলের মধ্য দিয়ে ভোট প্রচার করলেন

0
645

দক্ষিণ দিনাজপুর,শীতল চক্রবর্তী :সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বিধান সভার সংযুক্ত মোর্চার মনোনীত প্রার্থী নন্দলাল হাজরা কর্মীসভা ও মিছিলের মধ্য দিয়ে ভোট প্রচার করলেন।গঙ্গারামপুর এর রবীন্দ্র ভবনে প্রথমে কর্মীদের নিয়ে একটি কর্মীসভা করেন সংযুক্ত মোর্চার মনোনীত প্রার্থী নন্দলাল হাজরা যে কর্মীসভায় কর্মীদের ভোটের মনোবল বাড়ানো হয় ।
এরপর প্রার্থী সহ জেলা নেতৃত্ব ও কর্মীরা একটি মিছিল বের করেন শহরের বুকে ।মিছিলের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে ভোট চায় প্রার্থী নন্দলাল হাজরা। যে মিছিলটি গঙ্গারামপুর শহর পরিক্রমা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here